নাজমুল ইসলাম মকবুল, বিশ্বনাথ, সিলেট: লন্ডনের টাওয়ার হ্যামলেটসের স্পীকার ও ওয়ান পাউন্ড হসপিটালের পরিচালক মো. আয়াছ মিয়া বলেছেন, বাংলাদেশ এখন তলাবিহীন ঝুঁড়ি নয় আমাদের দেশ এখন মহাকাশে বিচরণ করছে। এদেশের মানুষেরা বিদেশে গিয়েও দেশের মুখ উজ্জল করছেন। তিনি আরও বলেন, টাওয়ার হ্যামলেটসের সাথে বাংলাদেশের আত্মার সম্পর্ক রয়েছে। বিশেষকরে বিদেশের মাটিতে বিশ্বনাথী ও সিলেটীদের সাফল্য দেশে-বিদেশে প্রসংসার দাবী রাখে।
বৃহস্পতিবার (২৮ফেব্রুয়ারী) বিশ্বনাথে ওয়ান পাউন্ড হটপিটাল আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওয়ান পাউন্ড হসপিটালের সিইও ও বাংলাদেশের বিশিষ্ঠ এলার্জি বিশেষজ্ঞ ডাক্তার কবি শানুর আলী মামুনের সভাপতিত্বে ও বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু’র পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বিশিষ্ঠ চিকিৎসক ও মাউন্ড এডোরা হসপিটালের পরিচালক ডাক্তার এম. মাহবুব আলী জহির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও মাসিক দর্পন সম্পাদক মো. রহমত আলী, বিশিষ্ঠ বিচিৎসক এম.এ. কদ্দুছ চৌধুরী, সিলেট লেখক ফোরাম সভাপতি সাংবাদিক কবি নাজমুল ইসলাম মকবুল, বিশিষ্ঠ সমাজসেবক ও যুক্তরাজ্য প্রবাসী আজিজুর রহমান, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, একমি কোম্পানীর এরিয়া ম্যানেজার খায়রুল আমিন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-বিশিষ্ট ব্যবসায়ী শেখ সালামত আলী, ডাক্তার সাবিহা নাছরিন ইভা, শেখ সানজিদা শারমিন সিবা, সমাজকর্মী আব্দুর রহিম শিকদার, উষা রানী, আমিনা বেগম, অনিতা মালাকার, আমিরুল হক প্রমুখ। অনুষ্ঠানে লেখক সাংবাদিক গোলাম সাদত জুয়েলকে আমেরিকা জোনের কো-অর্ডিনেটর ঘোষনা করা হয়। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কাজী সাহাবউদ্দিন। এদিকে ওয়ান পাউন্ড হসপিটালের উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী কারিকোনা গ্রামের আজিজুর রহমানরে অর্থায়নে প্রতিবন্ধী কামালপুর গ্রামের ফিরোজুল ইসলামের ৯ বছরের শিশুকে হুইল চেয়ার প্রদান করা হয়। হুইল চেয়ার তুলে দেন অতিথিবৃন্দ। উল্লেখ্য, ২০১৮ সালে ওয়ান পাউন্ড হসপিটালের উদ্যোগে এক হাজার সাতশত ২৫ জন রোগীকে বিনামূল্যে ঔষধ ও প্রেসক্রিপসন দেয়াসহ ৫২ শুক্রবারে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ৩টি হুইল চেয়ার বিতরণ করা হয়।