অঞ্জন কুমার দে, মাস্কাট, ওমান প্রতিনিধি: ২০১৬-১৭ অর্থ বছরে বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীরা গুরুত্বপুর্ণ অবদান রাখায় বাংলাদেশ সরকার বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা রেমিটেন্স যোদ্ধাদের মধ্যে থেকে ৪২ জনকে সিআইপি এনআরবি সনদ কার্ড প্রদান করে সন্মানিত করেন । ৪২ জন সিআইপি এর মধ্যে ১২ জনই নির্বাচিত হয়েছেন সালতানাত অব ওমান থেকে। ওমান প্রবাসীদেরকে দেশ প্রেমে আরো উজ্জ্বিবিত করার লক্ষ্যে ‘বাংলাদেশ দুতাবাস ওমান গত ২ মার্চ ২০২০, সোমবার সন্ধ্যায় কুরুমস্ত এর একটি পাঁচতারকা হোটেল ক্রাউন প্লাজায় কমিউনিটির সর্বস্তরের নেতৃবৃন্দদের নিয়ে সিআইপিদের সন্মানার্থে একটি বর্ণাঢ্য সংবর্ধনা সভার আয়োজন করেন।
উক্ত সভায় উপস্থিত ছিলেন প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় দেখাশোনা করার জন্য গঠিত সিআইপি এনআরবি এসোসিয়েশন এর সন্মানিত সভাপতি স্বনামধন্য ব্যবসায়ী আল-হারামাইন গ্রুপের চেয়ারম্যান জনাব মাহাতাবুর রহমান নাসির সিআইপি ও সংগঠনের মহাসচিব জাপান প্রবাসী কাজী সারোয়ার হাবিব সিআইপি সহ বিভিন্ন দেশ থেকে আগত এনআরবি সিআইপি এসোসিয়েশনের নেতৃবৃন্দ। এছাড়াও দূতাবাসের কর্মকর্তাগণ,
ওমানস্থ বাংলাদেশ স্কুলের প্রিন্সিপাল ও চেয়ারম্যান, ওমান আওয়ামীলীগ, সোশ্যাল ক্লাব, চট্টগ্রাম সমিতি ওমানের নেতৃবৃন্দ ছাড়াও ডাক্তার, প্রকৌশলী, গাল্ফ এক্সচেঞ্জ ও ওমান ইন্টারন্যাশানাল এর পরিচালকগণ উপস্থিত ছিলেন।
সকল সিআইপি ও সিআইপি এনআরবি এসোসিয়েশন এর নেতৃবৃন্দকে দুতাবাসের পক্ষ থেকে ক্রেষ্ট দিয়ে সন্মাননা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসীদের সন্তানদের দেশের সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সূযোগ দান, রেমিটেন্সযোদ্ধাদের লাশ প্রেরণ খরচ ফ্রি করা ও ওয়েজ আর্নার্স বন্ডের ক্রেতার মৃত্যুতে নমীনীর নামে পূন:ইস্যু করা সহ সকল বিষয়ে কাজ করে যাচ্ছে সিআইপি এনআরবি এসোসিয়েশন।
উপস্থিত সবাই ও বক্তারা এই রকম একটি সুন্দর অনুষ্ঠান ও বৈধ পথে রেমিটেন্স পাঠানোর প্রেরণামূলক সন্মাননার জন্য এই প্রথমবারের মতো এরকম একটি অনুষ্ঠানের আয়োজন করার জন্য মান্যবর রাষ্ট্রদূত মহোদয় জনাব মোহাম্মদ গোলাম সরোয়ার ও দুতাবাস কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উপস্থিত সবাই ও বক্তারা এই রকম একটি সুন্দর অনুষ্ঠান ও বৈধ পথে রেমিটেন্স পাঠানোর প্রেরণামূলক সন্মাননার জন্য এই প্রথমবারের মতো এরকম একটি অনুষ্ঠানের আয়োজন করার জন্য মান্যবর রাষ্ট্রদূত মহোদয় জনাব মোহাম্মদ গোলাম সরোয়ার ও দুতাবাস কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।