অঞ্জন কুমার দে, মাস্কাট, ওমান প্রতিনিধি: ২৬ এপ্রিল ২০১৯ শুক্রবার ওমানের পর্যটন শহর সুর এ দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি চিকিৎসকগণ প্রতিবারের মত এবারও বাংলা বর্ষবরণ উপলক্ষে এক মিলনমেলার আয়োজন করেছিলো।
ডাঃ শোয়েবের ব্যবস্থাপনায় পুরো ওমান থেকে চিকিৎসক, তাদের পরিবার ছাড়াও অন্যান্য পেশাজীবী প্রবাসীরা এ মিলনমেলায় উপস্থিত ছিলেন।
স্থানীয় শিল্পীদের আয়োজনে আবহমান বাংলার মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও নানা রকম পিঠা পুলি আহার বিহার ও রকমারি পণ্য সামগ্রী প্রদর্শন ও বিক্রয়ের ব্যবস্থা ছিলো। এছাড়াও খেলাধুলা, বাচ্চাদের আয়োজন, র্যাফল ড্র।
দেশকে ছেড়ে প্রবাসজীবনের একাকীত্ব কিছুটা হলেও ঘোচানোর সুযোগ পেয়ে সকলেই আড্ডা হৈচৈ আনন্দে মেতে উঠেছিলো। পরের বছর আবারো নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়ার আকাংখায় মাঝরাতে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।