অঞ্জন কুমার দে, মাস্কাট, ওমান প্রতিনিধি: ওমানস্থ বাংলাদেশ সোশ্যাল ক্লাবের উদ্যোগে গত শুক্রবার স্থানীয় সময় রাত ৮ টায় পবিত্র আশুরা উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল এর আয়োজন করা হয়। ক্লাবের মেজর জেনারেল আমিন আহমেদ চৌধুরী হলে অনুষ্ঠিত হাফেজ মবিনুল ইসলাম কর্তৃক পবিত্র কোরআন থেকে তেলোয়াত এর মাধ্যমে শুরু হওয়া মাহফিল এ সভাপতিত্ব করেন ক্লাবের সম্মানিত সভাপতি সিরাজুল হক।
ক্লাবের সাধারণ সম্পাদক এম এন আমিন এর পরিচালনায় পবিত্র আশুরার তাৎপর্য নিয়ে আলোচনায় অংশ নেন মোহাম্মদ আবদুল মালেক ও ক্লাবের ট্রেজারার আলহাজ মাওলানা আব্দুছ সালাম আল কাদেরী। সম্মানিত সভাপতির সমাপনী বক্তব্যে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উপস্থিত সবাইকে মাহফিল এ যোগদান করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
এসময় মঞ্চে উপস্থিত ছিলেন ক্লাবের সম্মানিত সহ সভাপতি রেজাউল করিম ও আজিমুল হক বাবুল সহ কার্যকরী সদস্য বৃন্দ এবং গাল্ফ এক্সচেঞ্জ এর নির্বাহী প্রধান ও বাংলাদেশ স্কুল মাস্কাট এর সম্মানিত সাবেক বোর্ড চেয়ারম্যান ইফতেখার উল হাসান চৌধুরী এবং বাংলাদেশ স্কুল মাস্কাট এর সম্মানিত বোর্ড চেয়ারম্যান ডাক্তার সাজ্জাদ চৌধুরী। বাংলাদেশ স্কুল মাস্কাট এর সম্মানিত বোর্ড মেম্বার, ক্লাবের সম্মানিত আজীবন সদস্য বৃন্দ, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মাহফিল এ উপস্থিত ছিলেন। শেষে মাওলানা আব্দুছ সালাম আল কাদেরী বিশেষ মুনাজাত পরিচালনা করেন এবং মোনাজাত শেষে উপস্থিত সবাই নৈশভোজে অংশ নেন।