অঞ্জন কুমার দে, মাস্কাট, ওমান প্রতিনিধি: ওমানস্থ বাংলাদেশ দূতাবাস এর সার্ভিস কাউন্টার প্রাঙ্গণে গাল্ফ এক্সচেঞ্জ এর বুথ উদ্বোধন করা হয়েছে। ৩ ডিসেম্বর সেমবার ফিতা কেটে বুথ উদ্বোধন করেন বাংলাদেশ দূতাবাস মাস্কাট এর মান্যবর রাষ্ট্রদূত মোহাম্মদ গোলাম সরোয়ার। এসময় দূতাবাস এর সম্মানিত কাউন্সিলর, সচিব, গাল্ফ এক্সচেঞ্জ এর নির্বাহী প্রধান ইফতেখার উল হাসান চৌধুরী, গাল্ফ এক্সচেঞ্জ এর চেয়ারম্যান এর ছেলে আহমেদ নুর মোহাম্মদ ও সোশ্যাল ক্লাবের সম্মানিত সভাপতি সিরাজুল হক সহ আয়োজক প্রতিষ্ঠান এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে মান্যবর রাষ্ট্রদূত মহোদয়কে ফুলের তোড়া উপহার দিয়ে অনুষ্ঠান এর উদ্বোধন করেন আহমেদ নুর মোহাম্মদ । হাফেজ মাওলানা আব্দুল রহিম এর পবিত্র কোরআন থেকে তেলোয়াত এর মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠান এ সংক্ষিপ্ত বক্তব্যে গাল্ফ এক্সচেঞ্জ এর নির্বাহী প্রধান ইফতেখার উল হাসান চৌধুরী বলেন, বৈধ চ্যানেলে রেমিটেনস প্রেরণ উৎসাহিত করার লক্ষ্যে এই বুথ অগ্রণী ভূমিকা পালন করবে যা মান্যবর রাষ্ট্রদূত মহোদয় এর ধারণা থেকে আমরা উৎসাহিত হই। এই বুথ এর মাধ্যমে ওমান প্রবাসীরা যেমন দেশে দ্রুত টাকা পাঠানো, ব্যাংক একাউন্ট খোলা, ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড ও আর্থিক বিষয়ে সব ধরনের পরামর্শ যা মোটামুটি একটি ব্রাঞ্চ এর মত সব সুবিধা পাবে।
তিনি আরো বলেন, ইনসিওরেন্স যেমন বাধ্যতামূলক তেমনি সব প্রবাসীরা বিদেশ আসার প্রাক্কালে ব্যাংক একাউন্ট খোলা বাধ্যতামূলক করা এবং একাউন্ট মনিটর করা হলে হুন্ডির প্রভাব অনেক কমে যাবে।
মান্যবর রাষ্ট্রদূত মহোদয় বক্তব্যে বলেন, এই বুথ ওমান প্রবাসীদের সেবায় যেমন কার্যকর ভূমিকা রাখবে তেমনি বৈধ চ্যানেলে রেমিটেনস প্রেরণ এ সবাইকে উৎসাহিত করবে। অবৈধ পথে টাকা পাঠালে তা দেশের কোন কাজে আসে না এবং ঐ টাকা সন্ত্রাসী, কালোবাজারি ও জঙ্গিদের হাতে চলে যায় তাই সবাইকে বৈধ চ্যানেল এ রেমিটেন্স প্রেরণ করতে আহ্বান জানান মান্যবর রাষ্ট্রদূত মহোদয়।
তিনি আরো বলেন, ওমান থেকে বছরে প্রায় সাত/আট হাজার কোটি টাকা রেমিটেন্স প্রেরণ করে ওমান প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা তা দিগুণ হবে যদি সকলেই বৈধ চ্যানেলে টাকা পাঠাই।
উল্লেখ্য গাল্ফ এক্সচেঞ্জ ওমানে স্বনামধন্য আর্থিক প্রতিষ্ঠান যা ন্যাশনাল ব্যাংক কর্তৃক পরিচালিত এবং ওমানের প্রত্যেক বিভাগীয় ও জেলা শহরে এই প্রতিষ্ঠান এর শাখা রয়েছে। জাতীয়তাবোধ ও দেশাত্মবোধ এর কারণেই বেশির ভাগ বাংলাদেশি এই প্রতিষ্ঠান এর মাধ্যমে দেশে রেমিটেন্স পাঠিয়ে থাকে আর বাঙালিদের জন্য থাকে আকর্ষণীয় রেট ও বিশেষ সুবিধা।
প্রবাসীদের জন্য ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড অত্যন্ত লাভজনক যা নবায়নযোগ্য এক লক্ষ টাকার বন্ড পাঁচ বছরে এক লক্ষ আশি টাকা হয় যা অনেক প্রবাসী জানে না আর বন্ড কেনার সুবিধা রয়েছে গাল্ফ এক্সচেঞ্জ এ। শেষে এই বুথ থেকে প্রথম রেমিটেন্স পাঠান মান্যবর রাষ্ট্রদূত মোহাম্মদ গোলাম সরোয়ার।
এরপর সোশ্যাল ক্লাবের সম্মানিত সভাপতি সিরাজুল হক এবং এরপর উপস্থিত অনেকেই রেমিটেন্স পাঠান এই বুথের মাধ্যমে।
শেষে সোশ্যাল ক্লাবের সম্মানিত কোষাধ্যক্ষ মাওলানা আব্দুছ সালাম মোনাজাত পরিচালনা করেন। সবশেষে মধ্যাহ্ন ভোজে সবাই অংশগ্রহণ করেন। কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।