অঞ্জন কুমার দে, মাস্কাট, ওমান প্রতিনিধি: ২০ জুলাই ২০১৮ ওমানস্থ বাংলাদেশ সোশ্যাল ক্লাবের মেজর জেনারেল প্রয়াত আমিন আহমেদ চৌধুরী হলে ওমানে কর্মরত গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়াররা এক সেমিনার এর আয়োজন করে । সেমিনারে মূল বিষয় ছিল কারিগরি জ্ঞান চর্চা।
ইঞ্জিনিয়র সানাউল্লাহ রাসেলের সভাপতিত্বে ও ইঞ্জিনিয়র সাইফুল ইসলাম রাসেলের পরিচালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের সম্মানিত সভাপতি সিরাজুল হক ও গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের ৭৬ ব্যাচের সম্মানিত ইন্জিনিয়র নুরুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের সম্মানিত সহ সভাপতি রেজাউল করিম, আজিমুল হক বাবুল, সাধারণ সম্পাদক এম এন আমিন, প্রচার সম্পাদক নুরুল আমিন। এ সময় ক্লাবের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেমিনারে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়র নুরুল আলম ও সিরাজুল হক। মূল বিষয় বিআইএম ( বিল্ডিং ইনফরমেশন মডেলিং) উপস্থাপন করেন সিনিয়র স্ট্রাকচারাল ইঞ্জিনিয়র হুমায়ূন কবির জনি। স্ট্রাকচারাল আর্কিটেকচার ও নির্মাণ শৈলীর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ইঞ্জিনিয়র হুমায়ূন কবির।
প্রশ্নোত্তর পর্বে উপস্থিত ইঞ্জিনিয়াররা নির্মাণ শৈলীর বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। এর আগে ইঞ্জিনিয়াররা বিল্ডিং ডিজাইন ও টেকনোলজি নলেজ শেয়ারিং করে সেমিনারে যা সবার জন্য শিক্ষণীয় অনেক বিষয় রয়েছে। শেষে ওমানে পড়ুয়া নবীন ইঞ্জিনিয়ারদের বরণ করে নেন প্রবীণ ইঞ্জিনিয়র গ্রুপ, এর মধ্যে রিজভি আমিন, ফাহমিদা হক, ফারজানা বাবুল রিমি ও তানজিনা আফরিন উল্লেখযোগ্য। ওমানে আরও যারা নবীন ও প্রবীণ ইঞ্জিনিয়র আছে তাদেরকে সংগঠিত করে এই গ্রুপে অর্ন্তভুক্ত করতে প্রয়াস চলছে বলে জানান সিনিয়র ইঞ্জিনিয়াররা।
এর আগে সিনিয়র ইঞ্জিনিয়াররা সম্মাননা প্রদান করে বয়োজ্যেষ্ঠ ইঞ্জিনিয়র নুরুল আলমকে। উল্লেখ্য, ওমানে বাংলাদেশী ইঞ্জিনিয়াররা ভালো অবস্থানে আছে এবং তাদের কর্মদক্ষতায় সর্বক্ষেত্রে সুনাম অর্জন করেছে যা দেশের ইমেজ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে আসছে, তাছাড়া রেমিটেন্স প্রেরণেও বলিষ্ঠ ভূমিকা রাখছে ইঞ্জিনিয়ার্স কমিউনিটি। তাই সোশ্যাল ক্লাব ইঞ্জিনিয়ারদের সব ধরনের সহযোগিতা প্রদানে এগিয়ে আসে এবং এই ধারাবাহিকতা বজায় রাখতে ক্লাব কর্তৃপক্ষ সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
ইঞ্জিনিয়াররা ক্লাবের কর্মকর্তাদের ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, ক্লাব এভাবে সহযোগিতা করলে এখানে ইঞ্জিনিয়াররা সুসংগঠিত হয়ে সমাজ দেশ ও জাতীয় স্বার্থে ভালো কিছু করতে পারবে যা অন্যান্য পেশাজীবীদের ও অনুপ্রাণিত করবে। সবশেষে আপ্যায়ন পর্বে উপস্থিত সবাই অংশ নেন। ওমানের বিভিন্ন এলাকার ইঞ্জিনিয়াররা এই সেমিনারে অংশগ্রহণ করে তাদের অভিজ্ঞতা শেয়ার করে এবং এরকম সেমিনারের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন।