অঞ্জন কুমার দে, মাস্কাট, ওমান প্রতিনিধি: ১৪ আগস্ট বুধবার সন্ধ্যায় ওমানস্থ বাংলাদেশ সোশ্যাল ক্লাবের নতুন সদর দপ্তর এর শুভ উদ্বোধন করা হয়েছে । ফিতা কেটে নতুন ক্লাব অফিস শুভ উদ্বোধন করেন ওমানে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মোহাম্মদ গোলাম সরোয়ার।
এ সময় উপস্থিত ছিলেন দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান নাহিদ ইসলাম, কাউন্সেলর (লেবার উইংস) মেজর হুমায়ূন কবির, প্রথম সচিব আবু সাঈদ, দ্বিতীয় সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন, গাল্ফ এক্সচেঞ্জ এর নির্বাহী প্রধান ইফতেখার উল হাসান চৌধুরী বাংলাদেশ স্কুল ও সোশ্যাল ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুল আলম মজুমদার , ক্লাবের সভাপতি সহ কর্মকর্তা বৃন্দ ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।
তিন তলা বিশিষ্ট ক্লাবের অফিস এ নীচতলায় মেজর জেনারেল আমিন আহমেদ চৌধুরী হল, প্রথম তলায় স্টোর রুম ও ডাইনিং এরিয়া,দোতলায় সভাপতি, সা:সম্পাদক এর অফিস কক্ষ, রিসেপশন,ম্যানেজার কক্ষ ও কনফারেন্স রুম।
উদ্বোধন এর আগে মান্যবর রাষ্ট্রদূত ক্লাব প্রাঙ্গণে এসে পৌছঁলে রাষ্ট্রদূত মহোদয়কে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন ক্লাবের মহিলা উইংস এর সদস্যবৃন্দ। মান্যবর রাষ্ট্রদূত মহোদয়কে লাল গালিচা সংবর্ধনা দেন ক্লাব কর্তৃপক্ষ। নামফলক উন্মোচন করার পর মোনাজাত শেষে মান্যবর রাষ্ট্রদূত মহোদয়কে নিয়ে যাওয়া হয় ক্লাব অফিসে। ক্লাব অফিসে মান্যবর রাষ্ট্রদূত কিছুক্ষণ অবস্থান করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ক্লাবের সম্মানিত সভাপতিকে হস্তান্তর করেন এবং ক্লাব অফিসে বঙ্গবন্ধুর ছবি স্থাপন করেন রাষ্ট্রদূত মহোদয় ও ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক।
এ সময় ক্লাবের কর্মকর্তাবৃন্দ ও সম্মানিত অতিথিরা উপস্থিত ছিলেন। পরে সবাইকে নিয়ে মান্যবর রাষ্ট্রদূত ক্লাব অফিস ঘুরে ঘুরে দেখে কিছুক্ষন ক্লাবের কনফারেন্স রুমে অবস্থান করে হালকা আপ্যায়ন এ অংশ নেন। এ সময় দূতাবাসের কর্মকর্তাবৃন্দ, ক্লাবের কার্যকরী সদস্য ও সম্মানিত অতিথি বৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ক্লাব প্রতিষ্ঠার পঁচিশ বছর পর ক্লাব এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি স্থাপন করা হয়। ভারত পাকিস্তান ও অন্যান্য কমিউনিটি ক্লাবে তাদের জাতির পিতার ছবি থাকলেও বাংলাদেশ সোশ্যাল ক্লাবে তা ছিল না। বর্তমান সোশ্যাল ক্লাব এ ভিন্ন ভিন্ন আদর্শের লোক বোর্ড এর পরিচালক।
সকলের মতামত এর ভিত্তিতে ক্লাবে বঙ্গবন্ধুর ছবি স্থাপন করা হয়। কমিউনিটির বিভিন্ন ব্যক্তিবর্গ ও নেতৃবৃন্দের প্রতিক্রিয়ায় এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, জাতির পিতা কোন দলের নয় সুতরাং সোশ্যাল ক্লাবের এই মহতী কাজ মাইলফলক হয়ে থাকবে।মান্যবর রাষ্ট্রদূত বলেন, বিদেশের মাটিতে দলমত নির্বিশেষে জাতির পিতার প্রতি যে সম্মান প্রদর্শন করা হয়েছে এই ধারাবাহিকতা দেশেও প্রচলন হবে বলে আশা ব্যক্ত করেন।