অঞ্জন কুমার দে, মাস্কাট, ওমান প্রতিনিধি: ১৭ মে ২০১৯ শুক্রবার আলেকজান্ডারিয়া রেস্টুরেন্ট হলে ওমানস্থ বাংলাদেশ সোশ্যাল ক্লাবের উদ্যোগ এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।পবিত্র কোরআন থেকে তেলোয়াত এর মাধ্যমে শুরু হওয়া মাহফিল এ ক্লাবের সম্মানিত সভাপতি সিরাজুল হক এর সভাপতি ত্বে এবং সাধারণ সম্পাদক এম এন আমিন এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস এর সম্মানিত দ্বিতীয় সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাল্ফ এক্সচেঞ্জ এর নির্বাহী প্রধান ইফতেখার উল হাসান চৌধুরী, বিমানের কান্ট্রি ম্যানেজার ইরতিজা কামাল, হোসনি গ্রুপ এর জি এম ইব্রাহিম চৌধুরী, বাংলাদেশ স্কুল মাস্কাট এর সম্মানিত বোর্ড চেয়ারম্যান শেখর মাহামুদ ও বাংলাদেশ স্কুল সাহাম এর অধ্যক্ষ।
পবিত্র রমজান এর তাৎপর্য নিয়ে আলোচনায় অংশ নেন ক্লাবের সম্মানিত ট্রেজারার মাওলানা আলহাজ আব্দুছ সালাম, সম্মানিত প্রধান অতিথি মোহাম্মদ আনোয়ার হোসেন ও সমাপনী বক্তব্য রাখেন সম্মানিত সভাপতি সিরাজুল হক।
এসময় মঞ্চে উপস্থিত ছিলেন ক্লাবের সম্মানিত সহ সভাপতি রেজাউল করিম ও আজিমুল হক বাবুল, যুগ্ম সম্পাদক মো: আনোয়ার হোসেন ও আবদুর রহিম,সাংগঠনিক সম্পাদক আবুল বশর সরকার, ক্রীড়া সম্পাদক সিরাজুল হক, সমাজ কল্যাণ সম্পাদক মহসিন আলী সরকার, প্রচার সম্পাদক নুরুল আমিন। সার্বিক সহযোগিতায় ছিলেন অজিত, ইসলাম, তহিদুল আলম, জাহেদ, মানিক, জাহাঙ্গীর, মাহাবুব ও জসিম।
ইফতার এর পর নামাজ শেষে সকলেই নৈশভোজে অংশ নেন। ক্লাবের নিয়মিত ও আজীবন সদস্য বৃন্দ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও নেতৃবৃন্দ এবং ওমানে কর্মরত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ইফতার মাহফিল এ উপস্থিত ছিলেন।