অঞ্জন কুমার দে, মাস্কাট, ওমান প্রতিনিধি: ওমানস্থ বাংলাদেশ সোশ্যাল ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ও বার্ষিক বনভোজনে মানুষের ঢল। ক্লাবের সম্মানিত সভাপতি সিরাজুল হক এর সভাপতিত্বে সমগ্র অনুষ্ঠানের প্রথম পর্ব ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয় তানভীর ট্রাভেল এর সহযোগিতায় ইকবাল,আবসার ও তাদের দলের নেতৃত্বে। দ্বিতীয় পর্ব আপ্যায়ন এ মহসীন আলী সরকার এর নেতৃত্বে চারটি খাবার কাউন্টার পরিচালনায় ছিলেন মো: আনোয়ার হোসেন, হাজী আবদুর রহিম, সিরাজুল হক( ক্রীড়া সম্পাদক) ও নুরুল ইসলাম সিকদার। অনুষ্ঠান এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস এর সম্মানিত প্রথম সচিব জনাব আবু সাঈদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কুল মাস্কাট এর সম্মানিত অধ্যক্ষা মিসেস্ ফারজানা করিম, গাল্ফ এক্সচেঞ্জ এর নির্বাহী প্রধান ইফতেখার উল হাসান চৌধুরী ও হোসনি গ্রুপ এর জি এম ইব্রাহিম চৌধুরী । সাধারণ সম্পাদক এম এন আমিন এর পরিচালনায় তৃতীয় পর্ব আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান এর আহ্বায়ক ও সহ সভাপতি আজিমুল হক বাবুল, আরও বক্তব্য প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ নোমান, সৈয়দ মনজুরুল ইসলাম, জসীম উদ্দিন, মেইন স্পন্সর গাল্ফ এক্সচেঞ্জ এর নির্বাহী প্রধান ইফতেখার উল হাসান চৌধুরী, সহ সভাপতি রেজাউল করিম ও সমাপনী বক্তব্য রাখেন সম্মানিত সভাপতি সিরাজুল হক।

এর আগে চলতি বছর যারা ক্লাবের আজীবন সদস্য পদ গ্রহণ করেছেন তাদের পরিচিতি পর্বে সম্মাননা স্মারক প্রদান করেন ক্লাবের সম্মানিত সভাপতি ও সাথে ওমানের সফল নারি উদ্যোক্তা এবিসি বুটিক এর হ্যাপি দাসকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। ডাক্তার জান্নাতুল নাইম জুঁই ও ফাহমিদা হক এর সাবলীল উপস্থাপনায় চতুর্থ পর্ব জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান এ অংশ নেন বাংলাদেশ থেকে আগত খ্যাতিমান তারকা শিল্পী বেলী আফরোজ, জিয়াউদ্দিন বাদশা ও স্থানীয় শিল্পীরা। সাংস্কৃতিক অনুষ্ঠানে সহযোগিতায় ছিলেন জাহেদ, অজিত, মানিক, জাহাঙ্গীর, দিদার ভান্ডারী ও জসিম। মিডিয়া ও স্টল নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করেন ক্লাবের প্রচার সম্পাদক নুরুল আমিন। পঞ্চম ও শেষ পর্বে পুরস্কার বিতরণ করেন ক্লাবের কর্মকর্তারা।
অনুষ্ঠান মানুষের ঢল নামে এবং উপচে পড়া ভিড় সামাল দিতে হিমশিম খেতে হয় আয়োজক কমিটির। তিন হাজার লোকের আয়োজন করা হলেও স্বপরিবারে লোক সমাগম অনেক বেড়ে যায়। মরুর বুকে ছায়া ঘেরা সবুজের সমাহারে অনুষ্ঠান স্থল পরিণত হয় এক টুকরো বাংলাদেশ এ। উপস্থিত হাজার হাজার লোকের উৎসাহ উদ্দীপনায় সারাক্ষণ ছিল আনন্দে আনন্দে উত্তাল অনুষ্ঠান স্থল । সকলের অনুভূতি সোশ্যাল ক্লাবের সব আয়োজন মানে ভিন্ন রকম অনন্য তৃপ্তি ও সত্যিই প্রশংসা র দাবিদার।