খলিল চৌধুরী, সৌদিআরব: দুই সপ্তাহ মৃত্যুর সাথে যুদ্ধ করে অবশেষ হেরে গেল পরিবারকে নিয়ে পবিত্র ওমরা পালে আসা সাতকানিয়ার যুবক মুহাম্মদ ইমরান।
জানা যায়, স্ত্রী, মেয়েকে নিয়ে ওমরা করতে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি হয়। প্রায় দুই সপ্তাহ চেষ্টা প্রচেষ্টার অবসান ঘটিয়ে ২৭ নভেম্বর মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭.২০ মিনিটে সৌদির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলাধীন পৌরসভা এলকার ভোয়ালিয়া পাড়ার মুহাম্মদ ইমরান। তিনি দেশে আরো দুটি বাচ্চা রেখে আসেন। অনেক আশা নিয়ে স্বামী-স্ত্রী ওমরা করতে আসে। এখন স্বামী ছাড়া বাচ্চাটা নিয়েই দেশে ফিরবেন স্ত্রী!