ক.ম. জামাল উদ্দীন, জেদ্দা, সৌদিআরব প্রতিনিধি: ৭ মার্চ ২০২০ ফজরের নামাজের পর কাবা শরীফ তাওয়াফ করার জন্য মাতাফ (তাওয়াফ করার স্থান) খুলে দেওয়া হবে। এই মর্মে একটি ঘোষণা জারি করেছেন সৌদি কর্তৃপক্ষ। যা দেশটির বহুল প্রচারিত ইংরেজি দৈনিক সৌদি গেজেট ব্রেকিং নিউজের মাধ্যমে প্রকাশ করছে। তবে শর্ত জুড়ে দেওয়া হয়েছে যে, শুধু তাওয়াফকারীরা প্রবেশ করতে পারবে ওমরাহ আাদায়কারীরা প্রবেশ করতে পারবেনা।
সম্প্রতি করোনা ভাইরাস প্রাদূর্ভাবের কারণে আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ হজ্জযাত্রীদের জন্য ওমরাহ বন্ধ ঘোষণা করেছে দেশটি। পরিস্কার পরিচ্ছন্ন করার কারণে হারাম শরীফও বন্ধ ছিল।