কামাল পারভেজ অভি, মক্কা, সৌদিঅারব প্রতিনিধি: সৌদিঅারবে মক্কায় পবিত্র হজ শেষে চলতি মাসের ১১ তারিখ থেকে শুরু হয়েছে ওমরাহর কার্যক্রম। সৌদি সরকারের ওমরাহ্ পালনকারীদের জন্য নতুন ঘোষনা অনুয়ায়ী চলতি বছর থেকে এক মাসের জন্য ওমরাহ পালনে সৌদিতে যাওয়া বিদেশী নাগরিকদের দেশটির সকল শহর ভ্রমণ করার অনুমতি দেয়া হয়েছে।
সোমবার আল আরাবিয়া টেলিভিশনের এক প্রতিবেদনে বলা এই ঘোষণা দেয়া হয়েছে বলেছে জানা যায়। তবে সৌদি আরবের হজ মন্ত্রণালয়ের ওমরাহ বিভাগের সহকারী সচিব আব্দুলআজিজ ওয়াজ্জান বলেন, ৩০ দিনের মধ্যে ওমরাহ পালনকারীদের প্রধান দুই মসজিদ মক্কা অাল-মোকাররমা ও মদিনা মনোয়ারায় ১৫ দিন অবস্থান করতে হবে।
তিনি অারো জানান, গত সপ্তাহেই ওমরাহ পালনের জন্য ১০ হাজার মুসল্লি সৌদি পৌঁছেছেন। গত ৪ দিনে ভিসা দেয়া হয়েছে ৩০ হাজার।দেশটির পর্যটন খাতে বৈচিত্র্য আনতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। তেল পরবর্তী যুগে এই খাতকে প্রস্তুত করতে এ ধরণের গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়া হচ্ছে। অাগামী ২০৩০ সালের মধ্যে ৮০ লাখ থেকে প্রায় তিন কোটি মুসল্লিকে সৌদিঅারবে পবিত্র ওমরাহ্ পালনের সুযোগ নিশ্চিত করার জন্য বিভিন্ন অবকাঠামোর প্রদক্ষেপ গ্রহন করেছে দেশটির সরকার।