রফিক আহমদ খান, কুয়ালালামপুর, মালয়েশিয়া: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অসুস্থ ওবায়দুল কাদেরের সুস্থতা কামনা করে দোয়া-মাহফিল করেছে মালয়েশিয়া আওয়ামী লীগ। সোমবার সন্ধ্যায় কুয়ালালামপুরের কোতারায়ায় মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক অহিদুর রহমান অহিদের সভাপতিত্বে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মত গুরু দায়িত্ব পালনকারী ওবায়দুল কাদেরের আশু রোগমুক্তি কামনা করে দোয়া পরিচালনা করেন কোতারায়া বাংলা মসজিদের ইমাম হাফেজ মাওলানা হেলাল উদ্দিন।
দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক রাশেদ বাদল, আহবায়ক কমিটির সদস্য শফিকুর রহমান চৌধুরী, মাসুদ রানা, রাহাদ উজ্জামান, সোহেল বিন রানা, আবদুল বাতেন, সাখাওয়াত হোসেন, তারেক রহমান সহ প্রবাসী বাংলাদেশিরা।