প্রবাস মেলা ডেস্ক: সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত শরিফুল রাজ ও নায়িকা-গায়িকা নুসরাত ফারিয়াকে নিয়ে নতুন মিশনে নামছেন গিয়াসউদ্দিন সেলিম। নাম ‘গুনিন’। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নুসরাত ফারিয়া ও গিয়াসউদ্দিন সেলিম।
এতে আরও অভিনয় করছেন ইরেশ যাকের, মনোয়ার, আজাদ আবুল কালাম পাভেলসহ অনেকে। জানা যায়, কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোট গল্প ‘গুনিন’-ই পর্দায় ফুটিয়ে তোলা হবে সিনেমা আকারে। পরিচালক সেলিম বলেন, ‘আমরা অক্টোবরে শুটিং শুরু করবো। ইতোমধ্যে রাজ, ইরেশ যাকের, মনোয়ার আজাদ আবুল কালাম পাভেল চুক্তিবদ্ধ হয়েছেন। ২৮ আগস্ট ২০২১ হলেন ফারিয়া। সব প্রস্তুতি সম্পন্ন করেই শুটিং ফ্লোরে যাব আমরা।’
আরও জানা যায়, একটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য এটি তৈরি হবে। যা পুরোপুরি ফিচার চলচ্চিত্র। আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে শুরু হবে এর শুটিং।