মনির হোসেন, মালে, মালদ্বীপ প্রতিনিধি: বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষন স্বরণে মালদ্বীপ আওয়ামী যুবলীগের এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৮ মার্চ রাত ১০ঘটিকায় মালদ্বীপের রাজধানী মালে ট্যাংগু রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
মালদ্বীপ আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাসেল আহম্মেদ সাগর এর সভাপতিত্বে ও সদস্য সচিব বিল্লাল হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন যুবলীগ নেতা লুৎফর রহমান, আব্দুর রহিম, জুয়েল সিকদার, সোহেল আহম্মেদ, সদস্য নাছির উদ্দীন, জাকারিয়া আহম্মেদ পারভেজ,ইকবাল আহম্মেদ, যুগ্ন আহ্বায়ক মোস্তফা কামাল জিসান প্রমুখ ৷
অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে রাসেল আহম্মেদ সাগর প্রথমেই গভীর শ্রদ্ধার সাথে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরন করে বলেন, আজ ঐতিহাসিক ৭ মার্চ আর এই ৭ মার্চ সম্পর্কে সবাইকে জানতে হবে বুঝতে হবে। এই ৭ মার্চ এর ভাষণ স্বাধীনতার প্রথম ইতিহাস, এই ভাষন দিক নির্দেশনার ইতিহাস,মূল্যবোধের ইতিহাস, মানবতার ইতিহাস। বঙ্গবন্ধু সবসময় সাধারন মানুষের কথা চিন্তা করেছিলেন উনি স্বাধীনতার কথা চিন্তা করেছিলেন উনি সাধারণ মানুষসহ সবাইকে ঐক্যবদ্ধ করেছিলেন আর তাই তিনি বলেছিলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম ৷

আলোচনা সভা শেষে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের আশু রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়াসীম আকরাম, আল আমিন, সোহেল, ফারুক,জুবায়ের, ইলিয়াস সহ আরো অনেকে ৷
শেষে বিগত ১বছরের মালদ্বীপ আওয়ামী যুব লীগের একতা দেখে মালদ্বীপ আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাসেল আহমদ সাগর যুব লীগের নেতৃবৃন্দকে টি-শার্ট উপহার প্রদান করেন ৷