শামছুজ্জামান নাঈম, কুয়ালালামপুর, মালয়েশিয়া প্রতিনিধি: দেশে গণতন্ত্র ও বাক-স্বাধীনতা ফিরিয়ে আনতে এবং খালেদা জিয়াসহ সকল রাজবন্দীর মুক্তির লক্ষে জাতীয় ঐক্যফ্রন্ট সমর্থিত প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানিয়েছে যুবদলের মালয়েশিয়া শাখার নেতাকর্মীরা।
২৩ ডিসেম্বর রবিবার রাতে কুয়ালালামপুরের একটি রেস্টুরেন্টে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুয়ালালামপুর মহানগরের উদ্যোগে আয়োজিত ২৩ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট সমর্থিত ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী প্রচারণায় প্রবাসীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ আহ্বান জানান।

বক্তারা বলেন, ঢাকাসহ সারাদেশে ধানের শীষের প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় হামলা করা হচ্ছে। আহত করা হচ্ছে প্রার্থীদের। ভয়ভীতি দেখানো হচ্ছে ভোটারদের। নির্বাচন কমিশনের লেভেল প্লেয়িং ফিল্ড অনুযায়ী সমান সুযোগ পাচ্ছে না জাতীয় ঐক্যফ্রন্ট সমর্থিত প্রার্থীরা। অবিলম্বে এমন সব একচোখা নীতি থেকে সরে এসে সবাইকে সমান সুযোগ দেওয়ার আহ্বান জানান তারা।
যুবদল মহানগরের সভাপতি শামিম রেজার সভাপতিত্বে গাজীপুর মহানগর যুবদলের সদস্য ও সেরদাং শাখা যুবদলের সাবেক সভাপতি মো. নাজমুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপির যুগ্ম সম্পাদক ওয়ালিউল্লাহ্ জাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুকিত বিন্তাং শাখা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সেলিম, যুবদল মালয়েশিয়া শাখার সাংঠনিক সম্পাদক আহমেদ হোসেন সাগর, ঝালকাঠি-১ আসন থেকে মনোনয়ন সংগ্রহকারী ও ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ার ছাত্র সংগঠনের ভিপি অধ্যক্ষ ফয়জুল হক।
সভায় আরও বক্তব্য রাখেন মালয়েশিয়া যুবদলের সহ সাধারণ সম্পাদক নাসির মোল্লা, মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার যুগ্ম সম্পাদক আবু কাউছার, শ্যামপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হেলাল শিকদার, মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সহ দপ্তর সম্পাদক মোশাররফ হোসেন, সিমুনিয়া মহানগর যুবদলের সভাপতি খালিদ হাসান রিপন, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, কুয়ালালামপুর মহানগর যুবদলের সহ সভাপতি মোবাশ্বের হোসেন, যুগ্ম সম্পাদক সাজ্জাদুর রহমান, সহ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মাঝি, সহ সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান, জামশেদ আলম আরমান, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন মৃধা, সিলেট জেলা জাতীয়তাবাদী ফোরামের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জাকারিয়া, ড. খন্দকার মোশাররফ হোসেন ফাউন্ডেশন মালয়েশিয়ার যুগ্ম সম্পাদক আলিফ খান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুকিত বিন্তাং বিএনপির সিনিয়র সহ সভাপতি জলিল সর্দার, বিএনপি নেতা শাহজালাল মিন্টু, সিমুনিয়া মহানগর যুবদলের সহ সভাপতি মো. মান্নান, গাজীপুর মহানগর ছাত্রদলের মাহাবুবুল আলম সুজনসহ আরও অনেকে।