শিবব্রত গুহ, কোলকাতা, ভারত থেকে: নতুন বছরের পরের দিন ২ জানুয়ারি ২০২১, শনিবার সকালটা এক খারাপ বার্তা বয়ে আনলো। হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হলেন ভারতের প্রাক্তন বিখ্যাত আন্তর্জাতিক ক্রিকেটার তথা অধিনায়ক বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি।
সাথে সাথে আর দেরি না করে, তাকে নিয়ে যাওয়া হয় দক্ষিণ কোলকাতার বেসরকারী হাসপাতালে। শুরু হয়ে তার নানা পরীক্ষা-নিরীক্ষা। শেষে দেখা যায়, আমাদের সবার প্রিয় মহারাজের হৃদযন্ত্রের তিনটি ধমনীতে ৯০ থেকে ৯৫ শতাংশ ব্লক রয়েছে।
ওইদিন সকালে বাড়ির জিমে সৌরভ শরীর চর্চায় ব্যস্ত যখন তখন ট্রেডমিলে ঘাম ঝরানোর সময় হঠাৎ করে তিনি অনুভব করতে থাকেন ঘাড়ে ও পিঠে ব্যথা। এই অস্বস্তি ক্রমশ বাড়তেই থাকে। কিছুসময় যেতে না যেতেই তিনি অজ্ঞান হয়ে পড়েন।
তবে স্টেন্ট বসানোর পরে তার অবস্থা এখন অনেক স্থিতিশীল আগের তুলনায়। সৌরভের মেয়ে সানা বলেন, ‘বাবার সঙ্গে কথা হয়েছে। অনেকটাই সুস্থ এখন।’ সৌরভ গাঙ্গুলির অসুস্থতার সংবাদকে কেন্দ্র করে চারিদিকে হুলুস্থুল পড়ে যায়। তার পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীরা সবাই প্রচন্ড চিন্তিত হয়ে পড়েন। সত্যিই এ যে বিনা মেঘে বজ্রপাত! – এর মতো ব্যাপার।