শিবব্রত গুহ, কোলকাতা, ভারত থেকে: ভারতের বহুদিনের বন্ধু দেশ হলো এশিয়া তথা বিশ্বের এক অন্যতম প্রধান শক্তিশালী রাষ্ট্র জাপান। এই জাপানের সাথে এক যৌথ উদ্যোগে এবার সামিল হতে চাইছে ভারত। ভারত চাইছে
টেলিকম ক্ষেত্রে চিনের সংস্থা হুয়েই – এর ওপরে আর ভরসা না করে শত্রু দেশ চিনকে শায়েস্তা করতে যৌথভাবে মিত্র দেশ জাপানের সাথে
ভারতে ৫জি পরিকাঠামো গড়ে তুলতে।
এই প্রকল্পে সহযোগিতা করবে আমেরিকা যুক্তরাষ্ট্র, ইজরায়েল ও অস্ট্রেলিয়া। এরা সবাই ভারতের বন্ধু দেশ। এ এক খুশির খবর। তা আর বলার অপেক্ষা রাখে না। ভারতে বিভিন্ন ক্ষেত্রে ইন্টারনেটের প্রয়োজনীয়তা যে কতটা তা বলে বোঝানো যাবে না। ভারতের মতো এত বড় দেশে ৫জি চালু হলে তা হবে এক যুগান্তকারী পদক্ষেপ।
দেশের উন্নতি আরো ত্বরান্বিত হবে এর ফলে এমন মত প্রকাশ করেছেন এদেশের বিশেষজ্ঞরা। যা সত্যিই এক চমকপ্রদ ব্যাপার হতে চলেছে আপামর ভারতবাসীর জন্য।