মুহাম্মদ আনোয়ার শাহাদাত, রিয়াদ, সৌদিআরব:
রহমতের পয়গাম নিয়ে এলো মাহে রমজান
তাইতো আজ সবার মনে এলো খুশীর বান,
মাগফেরাত আর নাজাতের এসেছে ফরমান
এই মাসে রয়েছে সবার জন্য প্রভূত কল্যাণ।
দৃঢ় চিত্তে নিতে হবে শপথ সিয়াম পালনের
সক্ষম সকলের রোজা ফরজ, দাবী ঈমানের।
শা’বানে নিয়েছি প্রস্তুতি রমজানকে বরণের
হৃদয়ে সদা জাগুক ঢেউ প্রভুকে স্মরণের।
মহাগ্রন্থ আল-কোরান নাজিলের এই মাস
চলো আজ করি সকলে মহত কাজের চাষ,
গুনাহ সব জ্বালিয়ে দিয়ে করি মুক্তির আশ
রোজাদার পাবে প্রভুর সান্নিধ্য এটিই বিশ্বাস।
সতেরো রমজান এলে শুনি বদরের আহবান
মুমিন মুসলমান সদা গায় সত্যের জয়গান,
প্রস্তুত মোরা দ্বীনের তরে দিতে জান কুরবান
জিহাদের ময়দানে বাতিলরা থাকে কম্পমান।
ইফতারে রোজাদার পান করেন স্বর্গীয় সুরা
প্রকৃতিতে বহে রহমতের অবারিত ফল্গুধারা,
রাত জেগে ইবাদত করেন পরহেজগার যারা
বান্দার ডাকে আল্লাহ পাক সদা দেন সাড়া।
শেষ দশে রয়েছে মহিমান্বিত কদরের রাত
ধরনীর পরে নামে সেদিন করুনার প্রপাত,
মুক্ত হস্তে সর্বান্তকরণে করিও দান খয়রাত
পূণ্যময় হবে তোমার দুনিয়া ও আখেরাত।