প্রবাস মেলা ডেস্ক: রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন অভিনেত্রী সোহানা সাবা। সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য লড়বেন তিনি। ৬ ফেব্রুয়ারি ২০২৪, মঙ্গলবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আ.লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাবা।
মনোনয়ন ফরম সংগ্রহের সময় তিনি বলেন, আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। বাবার আদর্শে আমিও আওয়ামী লীগ থেকে প্রার্থী হতে চাই।
এর আগে এ অভিনেত্রী সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত না থাকলেও নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করেছেন। কিন্তু সরাসরি রাজনীতিতে নামবেন তা ভাবতেও পারেননি।
সাবা জানান, সুযোগ পেলে তিনি সাধারণ মানুষের কাতারে দাঁড়িয়েই জনসেবা করতে চান। সবসময় তিনি সাধারণের মতোই চলাফেরা করেন, তাই সবার ভাষা বুঝতে সহজ হবে বলে দাবি এ অভিনেত্রীর।