প্রবাস মেলা ডেস্ক: একসময় বিজ্ঞাপন বা বড় পর্দায় শিশুশিল্পীর ভূমিকায় দীঘির অভিনয় সবাইকে মুগ্ধ করেছিল। একের পর এক অভিনয় করে জানান দিচ্ছিল নায়িকা হওয়াটা শুধু সময়ের ব্যাপার। চলতি বছর নবাগত শান্তর সঙ্গে পাঁচটি ছবিতে চুক্তিবদ্ধ হয়ে চমকে দেন দীঘি। এবার দিলেন আরেক সুখবর। ঢাকাই ছবিতে নতুন জুটি হতে যাচ্ছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী ও দীঘি।
১৭ অক্টোবর ২০২০, শনিবার চুক্তিবদ্ধ হয়েছেন তারা। ছবিটির নাম ‘তুমি আছো তুমি নেই’। পরিচালনা করবেন সিনি ইসলাম। আগামী মাসে এর শুটিং শুরু হবে। পর্দায় আসবে ২০২১ সালে।
বিষয়টি নিয়ে দীঘি গণমাধ্যমকে বলেন, ‘মাত্রই একটি পুরো ছবির কাজ শেষ করলাম। এটি পরিচালনা করেছেন শামীম আহমেদ রনী। তাই এখন আপাতত বিশ্রামে আছি। কয়েক দিনের মধ্যে আবার ছবির শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়বো। এর মধ্যেই ‘তুমি আছো তুমি নেই’ ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছি। আশা করছি ভালো কিছু হবে।’
পাশাপাশি শাপলা মিডিয়ার পাঁচটি ছবির নায়িকা হিসেবে অভিনয় করবেন দীঘি। ছবিগুলো নির্মাণ করবেন কাজী হায়াৎ, মালেক আফসারী, এফ আই মানিক, শাহ আলম কিরণ ও অপূর্ব রানা।