প্রবাস মেলা ডেস্ক: আগামী ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বতর্মান সরকার সম্পূর্ণ অসাংবিধানিক। তাই অবৈধ সরকারের ডামি নির্বাচনকে বর্জন করে আজ থেকই সরকারকে সকল বিষয়ে অসহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি। সরকারের পতন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে।
রুহুল কবির রিজভী বলেন, আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে থেকে এ আহ্বান জানাচ্ছি। দেশের এ অবস্থায় ব্যাংকে টাকা জমা রাখা কতটুকু নিরাপদ হবে, তা ভেবে দেখতে হবে।
একইসঙ্গে বিদ্যুৎ বিলসহ অন্যান্য বিল পরিশোধ না করতে আহ্বান জানিয়ে রিজভী বলেন, আগামী ৭ জানুয়ারি ভোট প্রতিহতের অংশ হিসেবে এসব কর্মসূচি ঘোষণা করা হলো।