অনিরুদ্ধ বন্দ্যোপাধ্যায়
কোলকাতা, ভারত
তুমি তো আকাশ দিয়েছো, রোদ দিয়েছো
বৃষ্টিতে দিয়েছো ভিজিয়ে,
রাতের জ্যোৎস্না দিয়েছো অকৃপণভাবে
উদাহরণ হতে পেরেছো নক্ষত্রের
মিট মিট আলো দিয়েছো অন্ধকারে
সপ্তঋষির আর্শীবাদে কুড়িয়েছো
মুঠোভর্তি ধান
তবু প্রশ্ন থাকে কেন…
খোলা দরজায় বিশ্বাস যায় বেরিয়ে
ভালোবাসায় পড়ে আস্তরণ
ধারণায় ধোঁয়াশা….
অস্তিত্বের সংকট-
সব কিছু, সব কিছু তোমাকেই ঘিরে
বর্ণমালার কত শব্দ….
ব্যবহৃত হয় শুধু অপব্যবহারে
এবং অপব্যবহারে।