প্রবাস মেলা ডেস্ক: এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউর) মধ্যে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) সম্পর্কিত সমঝোতা স্মারক নবায়ন করা হয়েছে। ১৬ জুন-২০১৮,সোমবার সিপিটিইউর সভাকক্ষে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সিপিটিইউর মহাপরিচালক মো. ফারুক হোসেন এবং এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী খন্দকার রাশেদ মাকসুদ। এসময় আরো উপস্থিত ছিলেন এনআরবি কমার্শিয়াল ব্যাংকের এফআই এন্ড এডিসি ডিভিশন প্রধান সাফায়াত কবিরসহ উভয় প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্মকতাগণ। চুক্তি নবায়নের ফলে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের সকল শাখার মাধ্যমে গ্রাহকরা পূর্বের ন্যায় সিপিটিইউ-এ রেজিস্ট্রেশন, ই-টেন্ডারের জন্য ফি এবং সিকিউরিটিজ সংগ্রহ করতে পারবেন।