প্রবাস মেলা ডেস্ক: এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড’র অর্ধ বার্ষিক ম্যানেজারস মিট-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৭ জুলাই, ২০১৯ অনুষ্ঠিত সম্মেলনে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব খন্দকার রাশেদ মাকসুদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান জনাব এস এম পারভেজ তমাল।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান ও পরিচালক জনাব রফিকুল ইসলাম মিয়া আরজু, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও পরিচালক জনাব আবু মোহাম্মদ সাইদুর রহমান, পরিচালক জনাব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, পরিচালক জনাব একেএম মোস্তাফিজুর রহমান।
সম্মেলনে চলতি বছরের ব্যাংকের সার্বিক ব্যবসায়িক উন্নয়ন তথা আমানত সংগ্রহ, লক্ষ্যমাত্রা অনুযায়ী মুনাফা অর্জন, ঋণের গুনগত মান নিশ্চিতকরণ, নীতি পরিপালনসহ নানা ধরনের কৌশলগত পরিকল্পনা সম্পর্কে দিক নির্দেশনা প্রদান করা হয়। আরও উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক কাজী মো. তালহা এবং মো. মুখতার হোসেন, ব্যাংকের সকল শাখার প্রধান ও প্রধান কার্যালয়ের সকল বিভাগীয় প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।