প্রেস বিজ্ঞপ্তি: এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এর ১০০তম পর্ষদ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুন ২০২০ শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মানিত পর্ষদ সদস্যদের উপস্থিতিতে প্রধান কার্যালয় থেকে শততম পর্ষদ সভা উদযাপনের কেক কাটেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব মো. মুখতার হোসেন। জনাব এসএম পারভেজ তমাল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসাবে পুনঃনির্বাচিত হন। জনাব পারভেজ তমাল এর সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন পুনঃনির্বাচিত নির্বাহী কমিটির চেয়ারম্যান জনাব মোহাম্মদ আনান ইমাম, অডিট কমিটির চেয়ারম্যান জনাব রফিকুল ইসলাম মিয়া আরজু এবং ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এ এম সাইদুর রহমান। ভার্চুয়াল এই সভায় আরো উপস্থিত ছিলেন পরিচালক জনাব মোহাম্ম ওলিউর রহমান, পরিচালক জনাব লকিয়ত উল্লাহ, বিকল্প পরিচালক ডা. কুতুব উদ্দিন, পরিচালক ড. নুরুন নবী, পরিচালক জনাব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম এবং পরিচালক একেএম মোস্তাফিজুর রহমান । প্রধান কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব কাজী মো. তালহা সভায় উপস্থিত ছিলেন।