প্রবাস মেলা ডেস্ক: আজ ১০ সেপ্টেম্বর জনপ্রিয় অভিনেতা এটিএম শামসুজ্জামান ও চিত্রনায়িকা পপির জন্মদিন। চলচ্চিত্রে অভিনয় করে এটিএম শামসুজ্জামান পেয়েছেন পাঁচ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং পপি পেয়েছেন তিনবার। গুণী দুই তারকাকে প্রবাস মেলা পরিবারের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা।
এটিএম শামসুজ্জামান জানান, জন্মদিন নিয়ে আমার মধ্যে কখনই কোনো বাড়তি কৌতূহল ছিল না। এখনও নেই। কারণ আমার কাছে জন্মদিন আসা মানেই মৃত্যুর কাছাকাছি চলে এসেছি এটা স্মরণ করিয়ে দেয়া। জন্মদিন আসা মানেই জীবন থেকে আরেকটি বছরের বিদায়। আজ চ্যানেল আইতে ‘তারকা কথন’ অনুষ্ঠানে অংশগ্রহণের মধ্য দিয়ে দিন শুরু করেছি। আর আমার কোনো বিশেষ পরিকল্পনা নেই। তবে অনেকেই আমার জন্মদিনটি নানাভাবে পালন করেন। শুভেচ্ছা জানাতে আসেন।
এদিকে পপি’র এবারের জন্মদিন একটু ভিন্নভাবে কাটানোর ইচ্ছে থাকলেও করোনার কারণে তা আর করা হয়ে উঠছে না। পপি বলেন, ‘করোনা’র কারণে এবারের জন্মদিন নিয়ে বিশেষ কোন পরিকল্পনা নেই। কারণ, প্রতিদিনই করোনার কারণে অনেক মানুষ মারা যাচ্ছেন। আবার কিছুদিন আগে নারায়ণগঞ্জে মসজিদে গ্যাস বিস্ফোরণের কারণে অনেক মানুষ মারা গিয়েছেন। সবমিলিয়ে মন ভালো নেই। ফলে জন্মদিন নিয়ে কিছুই ভাবছিনা। শুধু সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন ভালো রাখেন, সুস্থ রাখেন।
চলচ্চিত্রে এটিএম শামসুজ্জামানের সম্পৃক্ততা ঘটে উদয়ন চৌধুরী পরিচালিত ‘বিশকন্যা’ ছবিতে সহকারী পরিচালক হিসেবে। তবে একজন পেশাদার অভিনেতা হিসেবে তার যাত্রা শুরু হয় আমজাদ হোসেন পরিচালিত ‘নয়ন মণি’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে। এরপর অসংখ্য ছবিতে তিনি অভিনয় করেছেন। ৫৪ বছর ধরে একাধারে চলচ্চিত্রের সঙ্গেই নিজেকে সম্পৃক্ত রেখেছেন এটিএম শামসুজ্জামান। আজ তিনি ৭৭ বছরে পা রাখছেন। এই দিনে তিনি নোয়াখালীর দৌলতপুরে নানার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পরিচালিত একমাত্র ছবি ‘এবাদত’।
পপির জন্ম খুলনার শিববাড়ীতে। মুন্নুজান স্কুলে পড়াশোনাকালীন ১৯৯৫ সালে লাক্স আনন্দ বিচিত্রা ফটোসুন্দরী হিসেবে মিডিয়ায় তার অভিষেক ঘটে। চলচ্চিত্রে আসার আগে তিনি শহীদুল হক খান পরিচালিত ‘নায়ক’ নাটকে ইলিয়াস কাঞ্চনের বিপরীতে অভিনয় করেন। মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ ছবি দিয়ে নায়িকা হিসেবে যাত্রা শুরুর পর এখন পর্যন্ত প্রায় দেড় শতাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। সর্বশেষ গেল ঈদে পপি অভিনীত ‘সোনাবন্ধু’ ছবিটি মুক্তি পেয়েছে।