প্রবাস মেলা ডেস্ক: যুক্তরাজ্যের ভ্রমণ ভিসায় গিয়ে এখন থেকে কাজ করার সুযোগ পাওয়া যাবে। এতদিন কাজ করার সুযোগ ছিল না। গত ৭ ডিসেম্বর দেশটির হোম অফিস ভিসানীতিতে একটি পরিবর্তন ঘোষণা এনেছে, যার মাধ্য মে স্টান্ডার্ড ভিজিটররা কাজ করার সুযোগ পাবেন। তবে এ ক্ষেত্রে ভিজিট ভিসার সঙ্গে একটি অনুমোদন লাগবে।
এ বিষয়ে লন্ডনের লেক্সপার্ট সলিসিটর্স এলএলপি’র ম্যানেজিং পার্টনার ব্যারিস্টার শুভাগত দে বলেন, ভিজিট ভিসায় এসে কাজ করার ক্ষেত্রে যে বাধা ছিল তা হোম অফিস তুলে নিয়েছে।
উল্লেখ্য, প্রতিবছর ব্রিটেন প্রায় ৪০ মিলিয়ন ভিজিটরকে স্বাগত জানায়। স্ট্যান্ডার্ড ভিজিটর ভিসা একজন ব্যক্তিকে ৬ মাস পর্যন্ত ইউকে ভ্রমণের অনুমতি দেয়। ৬ মাসের স্ট্যান্ডার্ড ভিজিটর ভিসার জন্য ১০০ পাউন্ড ফি দিতে হয়।
নতুন এ ভিসানীতিতে বলা হয়, ফ্যা মিলি ভিজিটর, হলিডে কাটাতে আসা টুরিস্টরা ভ্রমণের পাশাপাশি কাজ করতে পারবেন। তবে কাজ করাই যেন মূল উদ্দেশ্য না হয়।