প্রবাস মেলা ডেস্ক: জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জাকিয়া বারী মম ও জনপ্রিয় নাট্যাভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব জুটির বহু নাটকে দর্শক মুগ্ধ হয়েছেন।
যার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো ‘ভালোবাসার চতুষ্কোণ’, ‘প্রেম তুমি’, ‘শেষ পর্যন্ত’, ‘বাউন্ডুলে’, ‘আদিত্যের মৌনতা’, ‘বাসস্টপ’, ‘বিনি সুতোর টান’, ‘কাঁচের পুতুল’, ‘বিফোর রিলেশনসিপ’, ‘উৎসর্গ’, ‘মুখোশ’, ‘তোমার জন্য এক পৃথিবী’, ‘তুমি নাই’, ‘ডিস্ক’, ‘বাবুর্চি’ ।
এ সময়ে অপূর্ব মেহজাবিন চৌধুরী, সাবিলা নূর, ফারিণসহ কয়েকজন অভিনয়শিল্পীর সঙ্গেই নাটকে অভিনয় করছেন। আর মম বেশি ব্যস্ত ওয়েব কন্টেন্টের কাজ করা নিয়ে। আবার নিয়মিত তিনি অন্য অভিনয়শিল্পীদের সঙ্গে কাজ করা নিয়ে ব্যস্ত আছেন। তবে দর্শকের এখনো আগ্রহ আছে অপূর্ব-মম জুটিতে। কারণ তাদের অভিনীত নাটকে দর্শক মুগ্ধ হয়েছেন বহু নাটকে।
এদিকে ৩ জুন মুক্তি পাচ্ছে মম অভিনীত সিনেমা ‘আগামীকাল’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন। মুক্তির অপেক্ষায় আছে খিজির হায়াত খান পরিচালিত ‘ওরা সাতজন’ সিনেমাটি।
এদিকে অপূর্ব অভিনীত বেশ কিছু নাটক গত ঈদে প্রশংসিত হয়েছে। যার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো ‘ত্যাগ’, ‘বস আই হ্যাট ইউ’ , ‘নতুন করে শুরু’, ‘অঘটন’, ‘একটা নির্জন দুপুর’, ‘প্রিয় খেয়ালে’, ‘রং ঢং’, ‘উড়ো প্রেম’ নাটকগুলো। অপূর্ব ও মম দুজনেই অভিনয় ব্যস্ততায় এখন সময় কাটাচ্ছেন।
সূত্র: যুগান্তর