শিবব্রত গুহ, কোলকাতা, ভারত থেকে: কোলকাতা ভারতের সাংস্কৃতিক রাজধানী। এই মহানগরের বুকে আছে কোলকাতা প্রেস ক্লাব। যা কোলকাতাবাসীর গর্ব। এই প্রেস ক্লাবের মেইন হলে ২০ ফেব্রুয়ারি ২০২১, শনিবার এক মনমাতানো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এই অনুষ্ঠানের আয়োজক ছিল এক আন্তর্জাতিক সংস্থা। তার নাম হল বাংলাদেশ-ভারত-পাকিস্তান পিপলস ফোরাম। নেতাজী সুভাসচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

এই অনুষ্ঠানে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে কোলকাতার রীতা চক্রবর্তী ছিলেন অন্যতম। উনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নারী। এরকম অনুষ্ঠান বারে বারে কোলকাতার বুকে অনুষ্ঠিত হোক এই কামনা করি অন্তর থেকে।