শিবব্রত গুহ, কোলকাতা, ভারত থেকে: করোনা ভাইরাস সারা পৃথিবী জুড়ে বিশ্ব অর্থনীতির ওপরে এক কুপ্রভাব ফেলেছে। যার আঁচ লেগেছে ভারতের অর্থনীতিতেও। লকডাউনের সময় ভারতের অনেক মানুষ ওয়ার্ক ফ্রম হোম করেছেন এবং এখনো করছেন।
দেশজুড়ে সরকারি ও বেসরকারি বহু সংস্থাই এই ওয়ার্ক ফ্রম হোমের অনুমতি দিয়েছে তাদের কর্মীদেরকে। আর সেইসব বিষয়কে মাথায় রেখে ভারতের সরকার এক অভূতপূর্ব সিদ্ধান্ত নিতে চলেছে। যা ইতিপূর্বে তারা কখনো নেয় নি।
এই ওয়ার্ক ফ্রম হোমকে এবার আইনি স্বীকৃতি দিতে চলেছে ভারত সরকার। নিয়োগপত্রের চুক্তি মোতাবেক সংশ্লিষ্ট কর্মীদেরকে নির্দিষ্ট সময়ের জন্য ওয়ার্ক ফ্রম হোমের অনুমতি দিতে পারবে সংশ্লিষ্ট সংস্থা। এ এক খুব ভালো সিদ্ধান্ত ভারত সরকারের একথা বলাই যায়।