শিবব্রত গুহ, কোলকাতা, ভারত থেকে: আন্তর্জাতিক রেডক্রস সোসাইটির নাম আমরা অনেকেই শুনেছি। বিরাট এর ব্যপ্তি, এর কর্মকান্ড সম্বন্ধে আমরা অবগত আছি। ভারতের পশ্চিমবঙ্গের দুর্গাপুরের রেডক্রস সোসাইটি সারা বছর ধরেই নানা রকমের জনসেবামূলক কাজ করে থাকে।
আমরা সবাই জানি, ভারতে করোনার প্রকোপ কমলেও পুরোপুরি নির্মুল হয়নি। দুর্গাপুর রেডক্রস সোসাইটি গত শারদোৎসবের সময় এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছিল।
দুর্গাপুরের ভিড়িঙ্গী নবারুণ ক্লাবের দুর্গাপূজার মন্ডপের পাশে দুর্গাপুর রেডক্রস সোসাইটির ডাক্তারবাবু স্বেচ্ছাসেবীরা পূজামন্ডপে আগত মানুষদেরকে ফার্স্ট এইড চিকিৎসা দিয়েছিলেন। তাদের করোনা ভাইরাস সংক্রান্ত সাবধানতা সম্পর্কে অবগত করিয়ে দিচ্ছিলেন। যা এই মুহুর্তে খুবই প্রয়োজনীয় ছিল। প্রত্যেককে মাক্স পরা, ভিড় এড়িয়ে চলা ও সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দিয়ে হ্যান্ডবিল বিতরণ করা হয়েছিল। সত্যিই এই উদ্যোগের প্রশংসা না করে পারছি না।