শিবব্রত গুহ, কোলকাতা, ভারত থেকে: ২০২০ সালে এই পৃথিবীর মানুষ অনেক ইন্দ্রপতনের স্বাক্ষী থেকেছে। তার মধ্যে এক অন্যতম প্রধান ছিল বিখ্যাত আন্তর্জাতিক অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণ।
বাংলা সিনেমাতে সৌমিত্র চট্টোপাধ্যায় এক কিংবদন্তী অভিনেতা। তাঁর অভিনয়ের কোন তুলনা নেই । তিনি যে কোন চরিত্র- তা সে যত কঠিনই হোক না কেন- তা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতেন।
আট থেকে আশি- সবাই তাঁর অভিনয় দেখে মুগ্ধ হয়ে যায় এখনো। তাঁর জনপ্রিয়তা আজও রয়েছে অমলিন। সোনার কেল্লা, অপুর সংসার, জয় বাবা ফেলুনাথ, ঝিন্দের বন্দী প্রভৃতি সিনেমাতে তাঁর অভিনয় চিরস্মরণীয় হয়ে রয়েছে।
বাংলা সিনেমার উন্নতিতে তাঁর অবদান অনস্বীকার্য। তিনি ছিলেন একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেতা। দেশ ও বিদেশের বহু আন্তর্জাতিক পুরষ্কারে তিনিভূষিত হয়েছিলেন।
তিনি একজন সফল মঞ্চ অভিনেতাও বটে। তাঁর গলায় আবৃত্তি শুনতে খুব ভালো লাগতো। তিনি ছিলেন একজন ভালো মানুষ। এতবড় একজন অভিনেতা হওয়া সত্ত্বেও অহংকার ওনাকে কখনো স্পর্শ করেনি। ওনার মৃত্যুতে এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল বাংলা তথা বিশ্ব চলচ্চিত্রের।