শিবব্রত গুহ, কোলকাতা, ভারত থেকে: বাংলা সাহিত্য হলো সারা পৃথিবীর প্রধান প্রধান সাহিত্যগুলির মধ্যে একটি। এই সাহিত্যের কোন তুলনাই হয় না। বাংলা সাহিত্যে অনেক অনেক সাহিত্য পত্রিকা রয়েছে। তাদের মধ্যে নিরিবিলি সাহিত্য পত্রিকা এক বিশেষ স্থান অধিকার করে আছে।
সম্প্রতি, প্রকাশিত হলো নিরিবিলি সাহিত্য পত্রিকার হামাগুড়ি সংখ্যা ১৪২৭। এই হামাগুড়ি সংখ্যা পুরোপুরি শিশু সাহিত্যেকে কেন্দ্র করে রয়েছে। এটি একটি অসাধারণ সংখ্যা। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো পত্রিকাটি, পড়তে খুব খুব ভালো লাগে।
একবার এই সাহিত্য পত্রিকা পড়তে শুরু করলে শেষ না করে মন পরিতৃপ্ত হয় না। একেবারে ঝকঝকে তকতকে এক সাহিত্য পত্রিকা। এই পত্রিকা বারবার পড়তে ইচ্ছে করে। এমনই এর দূর্নিবার আকর্ষণ। অমিতাভ চন্দ্র ও রণিত বন্দ্যোপাধ্যায়ের সম্পাদনায় কি সুন্দর এক পত্রিকা।
ছড়া, কবিতা, গল্প, নাটক প্রভৃতি দিয়ে সুন্দর সাজানো এই সংখ্যা। খুব ভালো লেগেছে পাঠক- পাঠিকাদের বিহানের সাথে সাক্ষাৎকার। নানা কবি-হিত্যিকদের স্বরচিত সৃষ্টি দিয়ে দারুণ সুন্দরভাবে এই সংখ্যা হয়েছে সমৃদ্ধ। তাদের মধ্যে কয়েকজনের নাম বলি।
অরবিন্দ সরকার, কুশল রায়, সোনিয়া খাতুন, মমতা দাস, রত্না দত্ত প্রভৃতি। রুদ্র ঘোষ, শ্রেয়া বিশ্বাস, শুভজিৎ রায়, অনন্যা বিশ্বাস সহ নানা শিশুর সৃষ্টিতে এই সংখ্যা হয়ে উঠেছে আরো বেশি প্রাণবন্ত। সত্যিই এ এক অনবদ্য সংখ্যা।