রোকেয়া ইউসুফ”
একুশ তুমি এলে
আমার হয়ে এলে
পলাশ শিমুল কৃষ্ণচূড়ায়
রঙিন মশাল জ্বেলে।
একুশ তুমি এলে
ব্যাথার রোদন ঢেলে
আমার শহীদ ভাইয়ের বুকে
ফুলের সুবাস ঢেলে।
একুশ তুমি এলে
স্বপন প্রদীপ জ্বেলে-
রাঙ্গিয়ে সড়ক তাজা খুনে
মায়ের দামাল ছেলে।
একুশ তুমি এলে
ফাগুন হাওয়ায় দুলে
চক্ষু কর্ণ ওষ্ঠাধারে
আশার কোরক মেলে।
একুশ তুমি এলে
ঊষার আগল খুলে-
বাংলা ভাষার গরব-গাঁথা
সরব সোনার জলে।
একুশ তুমি এলে
স্মৃতির মিনার মূলে
অ আ ক খ বিজয় কেতন
উড়িয়ে ভূমন্ডলে।