শিবব্রত গুহ, কোলকাতা, ভারত থেকে: এসব কি ঘটছে অস্ট্রেলিয়ায়! ভাবা যায়! গত কয়েকদিনে সে দেশের তাসমানিয়া উপকূলে অন্তত তিন শতাধিক পাইলট তিমির মৃত্যু হয়েছে। এছাড়া আরো ১০৮টি তিমিকে সমুদ্রে ফেরানো হয়েছে। মারা যাওয়া তিমিদের দেহ সরানোর কাজ চলছে জোরকদমে।
এত তিমির মৃতদেহ সরাতে গিয়ে নাজেহাল অবস্থা উদ্ধারকর্মীদের। তবে তারা পরিস্থিতি সামাল দিতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। এরজন্য তাদের ধন্যবাদ অবশ্যই প্রাপ্য। তবে কেন এরকম ঘটনা ঘটলো?
কিছু গবেষক মনে করেছেন যে, খাবারের খোঁজ করতে করতে তিমিদের দল উপকূলের কাছাকাছি এসে আটকে পড়ে যায়। সেখান থেকে আর ফিরতে না পেরে তারা মৃত্যুর কোলে ঢলে পড়ে। তবে এই ঘটনা নিয়ে যথেষ্ট উদ্বেগ
প্রকাশ করেছে সারা বিশ্বের জীববিজ্ঞানীরা।