প্রবাস মেলা ডেস্ক: প্রথমাবারের মত এপার বাংলার জনপ্রিয় কন্ঠশিল্পী ও সংগীত পরিচালক শানের সুর ও তার সাথে সংগীতে কন্ঠ মেলালেন ওপার বাংলার এই সময়ের জনপ্রিয় কন্ঠশিল্পী সামন্তী মুখার্জী। ‘মা’ শিরোনামে গানটির কথা লিখেছেন কানাডা প্রবাসী মৌ মধুবন্তী।
কন্ঠশিল্পী সুমনা সামন্তী মুখার্জী বলেন, মা শিরোনামে গানটি ভীষণ আবেগী। গানটা গাওয়ার সময় আমি ভীষণ আবেগী হয়ে পড়েছিলাম এবং আমি খুব দরদ দিয়ে গানটা করেছি। বিদেশে থাকা এক সন্তান তার মাকে দেখেনা বহুদিন, এই কষ্ট গান করার সময় আমিও অনুভব করেছি।
তিনি বলেন, শান ভীষণ ভালো সুর করেছেন এবং পাশাপাশি দারুণ গেয়েছেনও। আশা রাখি শ্রোতার আমাদের গানটা পছন্দ করবেন। অাসছে ডিসেম্বরে অহর্নিশ অডিও চ্যানেলে থেকে গানটি প্রকাশ করা হবে।
সুমনা সামন্তী মুখার্জী তিনি ইদ্রিস হায়দার পরিচিালিত প্রথম চলচ্চিত্র ‘নীল ফড়িং’ এ প্লে-ব্যাক করেছেন।