সোয়েব সাঈদ, রামু, কক্সবাজার থেকে: বেসরকারী উন্নয়ন সংস্থা একলাবের আয়োজনে ইউনিসেফের সহযোগিতায় টেকনাফে কোভিড-১৯ ভ্যাকসিনেশন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১২টায় টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে রেডিও নাফের স্টেশন ম্যানেজার মো: সিদ্দিক হোসেনের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পারভেজ চৌধুরী।
একলাব ইউনিসেফ প্রকল্পের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার সাখাওয়াত আমীনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আবুল মনসুর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, উপজেলা কৃষি অফিসার ড. ভবসিন্ধু রায়, টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগ নিয়ন্ত্রক ডা. প্রণয় রুদ্র, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. শওকত আলী, মডেল থানার প্রতিনিধি এসআই মোহাম্মদ রফিক। সভায় ভ্যাকসিনেশন বিষয়ক বক্তব্য তুলে ধরেন- প্রকল্পের কমিউনিটি এনগেজমেন্ট অফিসার জুলফিকার আলী। এছাড়াও সরকারী বেসরকারী কর্মকর্তাগণ, একলাবের প্রতিনিধিগণ সভায় উপস্থিত ছিলেন।
সভায় উন্নয়ন সংস্থা একলাব রেডিও নাফ ইউনিসেফের সহযোগিতায় চলমান গুরুত্বপূর্ণ কার্যক্রম মাইকিং, পোস্টার, লিফলেট, মাস্ক বিতরণ, কোভিড ১৯ সচেতনতা, রেডিও প্রোগ্রামিং, জেলা উপজেলায় কমিউনিটি পর্যায়ে মতবিনিময় সভাসহ বিভিন্ন কার্যাবলী মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরা হয়। এসব বিষয়ে আলোচনা করেন একলাব ইউনিসেফ প্রকল্পের মনিটরিং অফিসার মেহজাবিন আলম।
একলাব রেডিও নাফের প্রোগ্রাম ম্যানেজার মো. রাশিদুল হাসান বলেন, ইউনিসেফের সহযোগিতায় আমরা সবখানে সচেতনমূলক অনুষ্ঠান পরিচালনা করে আসছি। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জনাব পারভেজ চৌধুরী বলেন, একলাব রেডিও নাফ ইউনিসেফের সহায়তায় যে কার্যক্রম পরিচালনা করছে তা খুবই সন্তোষজনক।