নিরব আহমেদ, গ্রীস থেকে: একরাতে গ্রীসের সকল দ্বীপ দখল করে নেবে তুরস্ক। ব্যাপারটি যদিও হাস্যকর তবুও CNN Turk এর এক আলোচনায় তুরস্কের কিছু বিশেষজ্ঞ ও রাজনৈতিক বিশ্লেষক এমনই হিংসাত্মক এজেন্ডা ও মতবাদ পেশ করেছে। একটি স্বনাম ধন্য চ্যানেলে এমন তথ্য প্রচারে হতাশা ব্যাক্ত করেছে গ্রীক সরকার। প্রতিবেশী দেশ হিসেবে এহেন প্রতিবেদনে সম্পর্কে ফাটল ধরতে পারে। এটি তুরস্কের ‘মৌলবাদী দৃষ্টিকোণ’ বলে আখ্যা দিয়েছে গ্রীক সরকার।
ইবে গুজলারের মত একজন রাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা, প্রফেসর ও সাবেক কর্মকর্তার মুখে এমন কথায় গ্রীসের রাজনীতিবিদরা হতাশা প্রকাশ করেছে। তিনি থ্রেস, আলেক্সান্দ্রোপলিতে মার্কিন ঘাটির সমালোচনা করে বলেন, ‘আলেকজান্দ্রোপলি তুরস্কের অংশ, ১৯২০ সালে গ্রীকরা দখল করেছে। আমরাও একরাতে সব দ্বীপগুলো দখল করে নেব।’
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এসব তুরস্কের অসৌজন্যমূলক ও উস্কানিমূলক কথাবার্তা। আন্তর্জাতিকভাবে যা নিন্দিত হবে। গ্রীস ইউরোপীয় ইউনিয়নের সদস্যভূক্ত একটি দেশ, যা অবশ্যই তুরস্ককে মাথায় রাখতে হবে।