হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন এবং বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের যৌথ আয়োজনে একযোগে একই সময়ে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনায় অংশগ্রহণ করেন বিপুল সংখ্যক প্রবাসী।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে জাতীয় সংগীত পরিবেশনকালে বাংলাদেশের সাথে একযোগে একই সময়ে জাতীয় সংগীত পরিবেশিত হয়। ২৫ মার্চ ২০১৯ স্থানীয় সময় রাত ১০ ঘটিকায় (বাংলাদেশ সময় ২৬ মার্চ ২০১৯ সকাল ৮ ঘটিকা) নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল-এ জাতীয় সংগীত পরিবেশন কার্যক্রমটি প্রজেক্টরের মাধ্যমে সরাসরি সম্প্রচারিত হয়।
জাতিসংঘে বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা, মিশন ও কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারীগণ ছাড়াও নিউইয়র্কে বসবাসরত শিশু-কিশোর, মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এতে অংশগ্রহণ করেন।