শেখর বরণ:
লাবন্যময় ঐ সুন্দর মুখে আর প্রসাধন দিওনাতো, ভাল্লাগেনা।
কড়া মেক-আপ আর চকচকে লিপস্টিকে তোমাকে মোটেই মানায় না,
তাতে নিজস্ব সৌন্দর্যের উপমা বাধাগ্রস্থ হয়।
তার চেয়ে বরং নিজের রূপকে জীবন্ত করো,
সাদা মনের আয়নায়।
হদয় খুঁড়ে খুঁড়ে বেদনা জাগাও —
হদয় আছে যার, ক্ষয়ে যায় সে ভালোবাসায়,
ভালোবাসা অমর হয়ে যায়।