হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: কানেক্ট বাংলাদেশ এর বাংলাদেশ সম্মেলন নিয়ে পরিকল্পনা পরিষদ’র সিদ্ধান্ত মর্মে ছাপানো একটি সংবাদ নিয়ে সংগঠনটির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে এক প্রতিবাদে জানানো হয়েছে যে, ৩০ আগস্ট ‘১৯ ‘দৈনিক বাংলাদেশ প্রতিদিন’ পত্রিকায় প্রকাশিত ‘কানেক্ট বাংলাদেশ’- ‘বাংলাদেশ চ্যাপ্টার’কর্তৃক ঢাকায় বিশেষ সম্মেলন বিষয়ে একটি খবরে আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এতদসংক্রান্ত বানোয়াট ও মিথ্যা খবরে কানেক্ট বাংলাদেশ-এর পক্ষ থেকে আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাঁপন করছি । প্রকৃতপক্ষে, কানেক্ট বাংলাদেশ-এর পরিকল্পনা পরিষদ এ ধরণের কোন সিদ্ধান্ত নেয় নি।
মূলতঃ কানেক্ট বাংলাদেশ-এর পরিকল্পনা পরিষদের ২৫ আগস্ট আন্তর্জাতিক অনলাইন সভায় সিদ্ধান্ত হয় যে-
১. এখতিয়ার বহির্ভূত এবং অসাংগঠনিক ও অনৈতিকভাবে ঢাকায় বিশেষ সম্মেলন আহ্বান করায় কানেক্ট বাংলাদেশ-এর বাংলাদেশ শাখার সকল কার্যক্রম অবৈধ ঘোষণা করা হয় ও এ শাখার সকল কার্যক্রম স্হগিত করা হয় আগামী ২০২০ সালে অনুষ্ঠিতব্য সম্মেলন পর্যন্ত।
২. অসাংগঠনিক, অনৈতিক, মিথ্যাচার ও শৃংখলা ভঙ্গের অভিযোগে এডভোকেট আব্দুন নূর দুলাল (বাংলাদেশ), লুৎফা হাসিন রোজী (আমেরিকা) ও কুয়েতের মোহাম্মদ আলী জিন্নাহ’কে সংগঠনবিরোধী কর্মকান্ডের জন্য কেন সংগঠনের সকল পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হবে না তার কারণ দর্শানোর জন্য বলা হয়। অপরাগতায় পরবর্তি সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
৩. আগামী অক্টোবর মাসের শেষ সপ্তাহে উদ্ভূত ত্রুটি-বিচ্যুতি নিয়ে ইউরোপের কোন একটি দেশে কানেক্ট বাংলাদেশ-এর বিভিন্ন দেশের সকল সমন্বয়কদের নিয়ে সম্মিলিত সাংগঠনিক সভার আয়োজন করা হবে।
পরিকল্পনা পরিষদ কানেক্ট বাংলাদেশ-এর সর্বোচ্চ নীতি নির্ধারণী পরিষদ এবং যৌথ নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন ও প্রবাসীদের অধিকার বাস্তবায়নে কানেক্ট বাংলাদেশ তাঁর প্রতিষ্ঠালগ্ন থেকে কাজ করে আসছে এবং অঙ্গীকারাবদ্ধ।
নিম্ন-লিখিত সমন্বয়কবৃন্দ ইতিমধ্যে উক্ত খবরের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন:
১. মোহাম্মদ ইলিয়াস মিঞা (কানাডা) ২. মোঃ ফজলুর রহমান (জার্মান), ৩. মোঃ সিকদার গিয়াসউদ্দিন (আমেরিকা), ৪. মোঃ কাজী আসাদুজ্জামান (সুইজারল্যান্ড), ৫. সাদী রহমতুল্লাহ (ফ্রান্স), ৬. আখি সীমা কাওসার (ইতালি), ৭. মোঃ মনসুর চৌধুরী (ফ্রান্স), ৮. মোঃ জাফর আজাদী ( ফ্রান্স), ৯. মোঃ শিবলী সাদিক (ইউ কে), ১০. আলম শাহ্ ( ইতালি), ১১. নূরুল আমিন (ইউকে), ১২. ডা: গিয়াস উদ্দিন (ইউ কে), ১৩.বাবুল তালুকদার (ইউ কে), ১৪. কুদরতউল্লাহ (সুইডেন), ১৫. মোঃ কামরুজ্জামান (জার্মান), ১৬. মোঃ নজরুল ইসলাম জহির (কুয়েত), ১৭. মোঃ আফসার হোসেন নীলু (স্পেন), ১৮. তোফায়েল আহমেদ চৌধুরী -মুক্তা (ইউ কে), ১৯. হারুনুর রশিদ (জার্মান), ২০.নওশাদ চৌধুরী (আমেরিকা), ২১. হাকিকুল ইসলাম (আমেরিকা), ২২. এ বি এম সালেহ্ উদ্দিন (আমেরিকা), ২৩)হাবিব রহমান (ফ্রান্স)
২৪)হুমায়ূন কবির চৌধুরী (ফ্রান্স), ২৫)আবু তাহের গিয়াসুদ্দিন-খিজির (ইউকে), ২৬) মাসুম জাকির (জাপান)।