আবুবকর কামাল, খামিস মুশাইত, সৌদিআরব:
পিতার হাতে স্বাধীনতা, কন্যার হাতে উন্নয়নে দেশ মুজিব তোমার আর এক নাম স্বাধীন বাংলাদেশ। ধন্য জাতি, ধন্য দেশ, ধন্য বিধাত্রী শুভ জন্মদিনে জানাই শুভেচ্ছার ঢালী।
পৃথিবীতে প্রতিনিয়তই জন্মলাভ করে মানুষ কিন্তু কিছু মানুষের জন্মের জন্য ধন্য হয় পৃথিবী। তেমনি ক্ষণজন্মা একজন মানুষ ,জাতির পিতার সুযোগ্য সন্তান জননেত্রী শেখ হাসিনা। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ,বাংলার রাখাল রাজা, যার জন্ম না হলে বাঙালী পেতোনা আত্মপরিচয়, স্বোপার্জিত স্বাধীনতা তেমনি তাঁরই সুযোগ্যা কন্যা মানবতার মা আধুনিক, ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা , বাস্তবায়ন,মধ্যম আয়ের দেশে উন্নীতকরনের মহাযজ্ঞের দিশারী জননেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা,যাঁর জন্ম না হলে বাঙালি ফিরে পেতোনা স্বাধীনতার চেতনা, যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ার চলমানতা, ঙ্গবন্ধুর স্বপ্ন স্বাধীনতার সুফল বাংলার কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের নাগালে তথা দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বাস্তবায়ন হতোনা।
ভিক্ষুকের দুর্নাম গুছিয়ে বাংলাদেশ উঠে আসতোনা মধ্যম আয়ের, প্রত্যয়ী বাংলাদেশে। মঙ্গা নামক দুর্ভিক্ষের করালগ্রাস থেকে মুক্তি পেতোনা উত্তর বঙ্গ, বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী উন্নয়ন, বন্ধ কলকারখানা সচল, কৃষিতে স্বনির্ভরতা অর্জনে দৃশ্যমান উন্নয়ন ,জামদানি, পাটের জন্ম রহস্য উদ্ভাবন, ইলিশের জাত সংরক্ষন,সীমান্ত সমস্যার সফল সমাধান, সমুদ্র সীমানা নির্ধারণ সহ সর্বোপরি বাংলার মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন সম্ভব হতোনা।
পিতা মুজিব দিয়ে গেছেন দেশ, কন্যা দিচ্ছেন অর্থনৈতিক স্বনির্ভরতা। তাই আজকের এই শুভদিনটি বাঙালি জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্ব বহন করে। মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জানাই বঙ্গবন্ধুর বংশে এমন একজন গুণী মানুষের জন্মদানের জন্য। কথায় আছে ” গাভী ভালোতো দুধ ভালো ,বাপ ভালোতো বেটি, সোনার বাংলায় একই রব, সাবাস শেখের বেটি “।
হ্যাঁ শেখের বেটিই পারে বাংলার উন্নয়ন করতে, বাংলার মানুষের উন্নয়ন করতে। হে বাংলার দুঃখী মানুষের ও বিশ্বের নিপীড়িত গনমানুষের মা তুমি স্বার্থক, তোমার জন্ম স্বার্থক। আজ প্রকৃতি আলোকোজ্জ্বল স্বাগত জানাতে তোমার আগমনকে, জন্মদিনকে। জন্ম নিয়েই তুমি কান্নার ছলে শপথ নিয়েছো পিতার আদর্শে আদর্শিত হয়ে বঙ্গবন্ধুর অসমাপ্ত বিপ্লব “এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম” সফল করার।
হে জননী তোমার প্রতিটি চিন্তা, চেতনা বাস্তবায়নে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আল্লাহ তোমায় বাঁচিয়ে রেখেছেন আমাদের ও পরবর্তী প্রজন্মের জন্য, সোনার বাংলা গড়ার জন্য ,দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে নিরন্তর সংগ্রামে নেতৃত্ব দেওয়ার জন্য। তুমি শতায়ু হও, রোগশোক,ষড়যন্ত্র মুক্ত থাকো হে বাংলার নয়নমনি, হৃদয়ের প্রাণস্পন্দন প্রিয় ভগ্নি, মাতা ও প্রধানমন্ত্রী। সর্বদাই মহান আল্লাহর দরবারে তোমার নিরাপত্তা ও সর্বাঙ্গীন কল্যাণ কামনা করি ।
তুমি চির অক্ষয় হয়ে থাকবে বাংলার রন্দ্রে রন্দ্রে। শুভজন্মদিনে দোয়া ও শুভবাদ জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা।
(লেখক, আহ্বায়ক, বঙ্গবন্ধু পরিষদ , আছির প্রদেশ কেন্দ্রীয় কমিটি, সৌদি আরব)