প্রবাস মেলা ডেস্ক: ড. এ কে আবদুল মোমেন একজন প্রথিতযশা সফল কূটনীতিক। সরকারের নতুন মন্ত্রীসভায় তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।
বিদায়ী অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ভাই আবদুল মোমেন ২০০৯ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন।
বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সমুদ্রসীমা নিয়ে বিবদমান সমস্যার সমাধানে জাতিসংঘের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ড. মোমেন। বাংলাদেশ বিরোধপূর্ণ ওই সমুদ্রসীমা বিজয় করেছিল।
যুক্তরাষ্ট্র, সৌদি আরবসহ বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে জড়িত থাকার অভিজ্ঞতায় ঋদ্ধ ড. মোমেন। সৌদি আরবে কর্মরত অবস্থায় তিনি প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা নিয়েও সোচ্চার ছিলেন।
জাতিসংঘে যোগ দেয়ার আগে ড. মোমেন জাতিসংঘের পিস বিল্ডিং কমিশনের সভাপতি ছিলেন। তিনি ফ্রামইংহাম স্টেট ইউনিভার্সিটিতে ব্যবসায় প্রশাসন ও অর্থনীতি বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
১৯৭৮ সালে হার্ভার্ড ইউনিভার্সিটিতে ফোর্ড ফাউন্ডেশন এবং মেশন ফেলো হিসেবে উচ্চশিক্ষা নেয়ার আগে তিনি ওয়াশিংটন ডিসিতে ওয়ার্ল্ড ব্যাংকের উপদেষ্টা হিসেবে কাজ করেন। এছাড়া বিভিন্ন সময়ে তিনি বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে কাজ করেছেন।
পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এ কে আবদুল মোমেন। দায়িত্ব পালনের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিতে সর্বোচ্চ পরিশ্রম করে যাবেন বলে এক প্রতিক্রিয়ায় জানিয়েছেন তিনি।
ড. এ কে আবদুল মোমেন নতুন মন্ত্রিসভায় বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর স্থলাভিষিক্ত হয়েছেন। তার পাশাপাশি এ মন্ত্রণালয়ে দ্বিতীয়বারের মত প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করবেন এম শাহরিয়ার আলম।
উল্লেখ্য, কিছুদিন আগে একটি অনুষ্ঠানে প্রবাস মেলা’র সম্পাদক শরীফ মুহম্মদ রাশেদ ঝানু এই কূটনীতিকের সাথে কুশল বিনিময় করেছিলেন । সদা-হাস্যোজ্জ্বল ও বিনয়ী ড. এ কে আবদুল মোমেন প্রবাসীদের নিয়ে প্রবাস মেলা পত্রিকারও প্রশংসা করেছিলেন। প্রবাস মেলা পরিবারের পক্ষ থেকে সদ্য নিয়োগপ্রাপ্ত পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আবদুল মোমেনকে প্রাণঢালা অভিনন্দন।