শরীফ মিজান, কুয়েত থেকেঃ মধ্য প্রাচ্যের অন্যান্য দেশের মত ত্যাগের মহিমায় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঈদুল ফিতর উদযাপন করছেন কুয়েতের নানা প্রান্তে বসবাসকারী মুসলিম প্রবাসী বাংলাদেশিরা। জামাতবদ্ধ হয়ে ঈদের নামাজ আদায় করতে পেরে প্রবাসী বাংলাদেশিরা সকলেই মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করেন। সৌদি আরবের সাথে মিল রেখে দেশটি ২ মে ২০২২ সোমবার সকাল ৫ টা ২১ মিনিটে কুয়েতের সকল মসজিদ, খোলা মাঠে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। সরকারের পক্ষ হতে করোনা মাহামারী স্বাভাবিক হওয়ায় এবার কোন বিধিনিষেধ আরোপিত হয়নি।
দেশটিতে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয় কুয়েত সিটির গ্রান্ড মসজিদ আল কাবিরে। তাছাড়া বাংলাদেশি অধ্যুষিত হাসাবিয়া অঞ্চলের বড় মসজিদে প্রবাসী বাংলাদেশিরা ঈদের জামাত আদায় করতে পেরে সকলেই মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করেন। কুয়েতের ১৪টি এলাকার বিভিন্ন মসজিদে বাংলা খুৎবা অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশি খতিবরা পবিত্র ঈদুল ফিতরের ফজিলত ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসলমানরা একে অপরের সাথে কোলাকুলি করেন। মহিলাদের জন্য মসজিদে নামাজের সুব্যবস্থা থাকায় কাতারে কাতারে জামাতে অংশগ্রহণ করতে দেখা যায়।
ঈদুল ফিতর উপলক্ষে কুয়েতে নিযুক্ত মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল আশিকুজ্জামানের বাসভবনে আয়োজন করা হয় অভ্যর্থনা অনুষ্ঠান। প্রবাসী বাংলাদেশিদের পদচারনায় মুখরিত বাংলাদেশ দুতাবাস কুয়েত’র মান্যবর রাষ্ট্রদূতের বাসভবন ‘বাংলাদেশ হাউজ’। এ যেন বাংলাদেশি প্রবাসীদের এক মিলনমেলা।
প্রতি বছরই ঈদ আসে ঈদ যায়,গেল দুই বছর করোনা প্রাদুর্ভাব রোধে বিধিনিষেধ আরোপিত হওয়ায় সভা সমাবেশ নিষিদ্ধ থাকার কারনে মান্যবর রাষ্ট্রদূতের বাসভবনে প্রবাসী বাংলাদেশিদের জন্য আয়োজন হয়নি কোন অভ্যর্থনা অনুষ্ঠান। এবার করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় মহাধুমধামে পালিত হল অভ্যর্থনা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে কুয়েত প্রবাসী বাংলাদেশিদের সকল শ্রেণী পেশার কমিউনিটির রাজনৈতিক, সাংস্কৃতিক, ব্যব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ শিল্পী, কলাকুশলী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল আশিকুজ্জামান একে একে সকল প্রবাসীদের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। কুয়েতে অবস্থানরত সকল শ্রেণী ও পেশার প্রবাসীরা এতে অংশগ্রহণ করেন। এর ফলে মান্যবর রাষ্ট্রদূতের বাসভবনটি পরিণত হয় এক টুকরো মিনি বাংলাদেশে। দীর্ঘদিন পর প্রবাসীরা একে অপরকে কাছে পেয়ে অনেক আনন্দিত ও আবেগ আপ্লুত হয়।
দীর্ঘদিন পর প্রবাসী বাংলাদেশিরা পবিত্র ঈদুল ফিতরের দিন রাস্ট্রদুতের পক্ষ থেকে এই আয়োজনে যোগদান করতে পেরে, একে অপরের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করতে পেরে মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করেন। অনুষ্ঠানে স্থানীয় নাগরিকরাও শুভেচ্ছা ও কুশল বিনিময় করতে অংশগ্রহণ করেন। তাছাড়া অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করতে স্থানীয় শিল্পীদের আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় শিল্পীরা অতিথিদের পছন্দের গান পরিবেশন করে মুগ্ধ করে তোলেন।