হাকিকুল ইসলাম খোকন নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ২৪ ফেব্রুয়ারি ২০২০, রবিবার নিউইয়র্কের কুইন্সের জ্যামাইকার তাজমহল পার্টি হলে জাঁকজমক পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল উৎসব গ্রুপ প্রেজেন্ট বিপিএল নাইট ২০১৯ এর আয়োজন। আমেরিকা ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া বিপিএল নাইটের ভাষা শহীদদের প্রতি সন্মান প্রদর্শন করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর বিপিএল ২০১৯ এর গোল্ড স্পন্সর, সিলভার স্পন্সর, আইকন স্পন্সর ও ইন্ডিভিডিয়াল স্পন্সরদের হাতে সাটিফিকেট তুলে দেওয়া হয়। তারপর একে একে ১২টি দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। দলগুলো হচ্ছে- ঢাকা ভাইপারস, ঢাকা গ্লাডিয়েটরস, মুন্সিগঞ্জ উইজার্ড, বিক্রমপুর কিংস এলেভেন, বরিশাল রয়েলস্, দিনাজপুর ডায়নামিক, খুলনা এ্যাভেন্জার্স, কুমিল্লা ভিক্টোরিয়ানস্, নোয়াখালী লিজেন্ড, নোয়াখালী নেমেসিস, সিলেট সুপার কিংস্ এবং চিটাগং পোর্ট সিটি ওয়ারিয়স। উল্লেখ্য ২০১৯ এর বিপিএল চ্যাম্পিয়ন হন ঢাকা গ্লাডিয়েটরস।
অনুষ্ঠানে উৎসব গ্রুপ সিইও রায়হান জামান তার বক্তব্যে ভবিষ্যতে বিপিএল নাইট আরও বড় পরিসরে করার প্রতিশ্রুতি দেন, যাতে করে সবাই যেন তাদের পরিবার সহ এই অনুষ্ঠান উপভোগ করতে পারেন।বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের বলেন, অত্যন্ত কম বাজেটে টাইম টিভি যেভাবে ক্রিকেট খেলা ব্রডকাষ্ট করে এই প্রবাসে ও বহি:বিশ্বে ব্যাপক সাড়া ফেলেছে।বিপিএল এর সভাপতি সুমন খান তার বক্তব্যে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং আরো ধন্যবাদ জানান বিপিএল এর সকল টিমের স্বত্বাধিকারী, টিমের সদস্যদের, অফিসিয়াল, আম্পায়ার, স্কোরার এবং ম্যানেজমেন্টকে। তার বক্তব্যে বিপিএল এর ভবিষ্যত কর্মকান্ডের কথা তুলে ধরেন এবং ২০২০ এর বিপিএল লেবার ডে উইক এন্ডে অনুষ্ঠিত হবে জানান। উল্লেখ্য এই আয়োজনের পাওয়ার্ড স্পন্সর এটর্নি র্যান্ডি বি. সিগেল এন্ড এন ওয়াই মেডিকেল কেয়ার, গোল্ড স্পন্সর গেট ওয়েল মেড-কেয়ার এবং মিডিয়া পার্টনার টাইম টেলিভিশন ও বাংলা পত্রিকা।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কুইন্স বোরা প্রেসিডেন্ট প্রার্থী এন্থনী মেরেন্ডা, নিউইর্য়ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট ৩৭ এর অ্যাসেম্বলী ওমেন প্রার্থী মেরী জোবাইদা, নিউইর্য়ক সিটির কুইন্স ডিস্ট্রিক্ট ২৪ এর কাউন্সিলম্যান প্রার্থী ফখরুল ইসলাম দেলোয়ার, নিউইর্য়ক সিটির ব্রুকলিন ডিস্ট্রিক্ট ৩৯ এর কাউন্সিল মেম্বার প্রার্থী মামুনল হক এবং চীফ মার্কেটিং অফিসার অব উৎসব গ্রুপ সৈয়দ আল-আমিন রাসেল প্রমুখ।
অনূর্ধ-১৯ এর বিশ্বকাপ ক্রিকেট বিজয় উপলক্ষ্যে আগত অতিথিদেরকে নিয়ে কেক কাটা হয়। এরপর আজীবন সন্মাননা প্রদান করা হয় জাতীয় দলের সাবেক ক্রিকেটার হাফিজুর রহমান সানিকে। র্যাফেল ড্র পর্বে প্রথম পুরস্কার নিউইর্য়ক বাংলাদেশ-নিউইর্য়ক বিমানের টিকেট জয়লাভ করেন তৌহিদুল আলম, দ্বিতীয় পুরস্কার টেলিভিশন পান আনোয়ারুল হক সুজন, তৃতীয় পুরস্কার ক্রিকেট ব্যাট পান সঞ্জীব চাওয়াল। সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করেন সুস্মিতা, ইউসুফ শুভ্র, অমিত চৌধুরী, চন্দা রয় ও চন্দন চৌধুরী। কৌতুক পরিবেশন করেন খন্দকার। পুরো আয়োজনে উপস্থাপনায় ছিলেন বিউটি দাশ। ক্যামেরায় মো: তানিম, সাউন্ডে ইউসুফ শুভ্র ও এলইডি তে নিবিড় এন্ড বিডি সাউন্ড। সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন বিপিএল কমিটির সাধারণ সম্পাদক তানভীর ভূইয়াঁ, কোষাধ্যক্ষ ধ্রীতিমান চৌধুরী (অমিত), পরিচালক মো: জাসেম, মিহির চৌধুরী, প্রনয় শুভ্র দাস।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গেট ওয়েল মেড-কেয়ার এর ডা. শামীম আহমেদ, ক্যাডেনাস ইসলাম এন্ড এ্যাসোসিয়েট এর রেজা এম ইসলাম (ইএসকিউ), ট্যাভেল ওয়েষ্ট এর তানজিরুল হক, হেরিটেজ এয়ার এক্সপ্রেস এর সুলতান আ্হমেদ, ‘শো টাইম’ মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম, তাজমহল পার্টি হলের সিইও মো: সায়েদ, মোল্লা অটো এর ম্যাক আমিন, সিনিয়র ক্রিকেটার শরিফুল ইসলাম বাবু, মনি খান, বিপিএল অফিসিয়াল তানভীর চৌধুরী বাবু, মি: জো, মো: এন খান, রাহী আহমেদ, সোহাগ খান, পলাশ রয়, তৌহিদুর রহমান, পলাশ মাহমুদ, ইরফান সাইদ, কৃষনা, হাবিবুর রহমান, মো: উল্লাহ, মিজান চৌধুরী, কমিউনিটি এক্টিভিষ্ট আমিনুল ইসলাম, বঙ্গবন্ধু গোল্ডকাপ ক্রিকেট টি-১০ এর আহবায়ক তারিক চৌধুরী, কমিউনিটি এক্টিভিষ্ট আহসান হাবিব, সৈয়দ ফজলে রুমি, অলিভ আহমেদ, রাব্বি সায়েদ সহ আরো অনেকে।