প্রবাস মেলা ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের চেয়ারম্যান প্রফেসর ড. মো: সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ সম্প্রতি চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে ভিশন ২০২১ এবং ভিশন ২০৪১ এর আলোকে বিভাগীয় সেমিনারে আলোচক হিসেবে ‘রোডম্যাপ ফর ডেভেলপমেন্ট: প্রোমোটিং সাসটেইনেবল গ্রোথ অব বাংলাদেশ-এজেন্ডা চিটাগাং’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। সেমিনারে ব্যবসায়ী, শিল্পপতি, বন্দর ব্যবহারকারী, শিক্ষাবিদ, ব্যাংকার এবং গণমাধ্যম ব্যক্তিত্বগণ অংশগ্রহণ করেন।
প্রফেসর ড. মো: সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ তাঁর প্রবন্ধে ২০১৮ সালের সাথে ২০০৯ সালে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন কার্যক্রম ও প্রভাবের তুলনামুলক চিত্র উপস্থাপন করেন। তিনি চট্টগ্রাম অঞ্চলের সাথে স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক সকল যোগাযোগ সুদৃঢ় করার পরামর্শ দেন। এছাড়া চট্টগ্রামের সাথে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার আকাশ, রেল, জল ও স্থলপথে আন্ত:যোগাযোগের পরামর্শ দেন। চট্টগ্রামের শিল্প উন্নয়ন ও জলবায়ু ঝুকি কমাতে বাংলাদেশ সরকার গৃহীত ১০০ বছর মেয়াদী ডেল্টা প্লান বাস্তবায়নে তিনি কিছু নির্দিষ্ট খাতের বাস্তবায়নে গুরুত্বারোপ করেন।