প্রেস বিজ্ঞপ্তি: ২২ আগস্ট ২০২২, সোমবার সকাল ৯টায় বায়তুল লতিফ জামে মসজিদ নতুন রাস্তার মোড়, বেশরগাতী, বাগেরহাটে উন্নয়ন স্বেচ্ছাসেবা কার্যক্রম (উসেকা), লতিফ মাস্টার ফাউন্ডেশন, বি.এন.এস.বি চক্ষু হাসপাতাল খুলনা এবং কুয়েত সোসাইটি ফর রিলিফ (K.S.R) এর যৌথ উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা শিবির-২০২২ (চোখের ছানি অপারেশনের মাধ্যমে লেন্স সংযোজন) আয়োজন করা হয়েছে ।
বাছাইকৃত ছানী পড়া রোগীদের অস্ত্রোপাচারের জন্য ২২ আগস্ট ২০২২, সোমবার প্রথম ব্যাচ চক্ষু হাসপাতালের নিজস্ব গাড়ীতে খুলনা বি.এন.এস.বি চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হবে। অপারেশন শেষে তাদেরকে পৌঁছে দিয়ে পরবর্তী ব্যাচ খুলনা বি.এন.এস.বি’তে নিয়ে যাওয়া হবে। (রোগীর যাওয়া-আসা, হাসপাতালে থাকা ও খাওয়ার ব্যবস্থা বি.এন.এস.বি চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষ বহন করবে)। এইভাবে পর্যায়ক্রমে পরীক্ষাকৃত রোগী খুলনাতে নিয়ে চিকিৎসা দেওয়া হবে।
সেবাপ্রার্থী রোগীদের অবশ্যই জাতীয় পরিচয়পত্র ও সঙ্গে দুই দিনের থাকা কাপড় আনতে হবে।