গদাধর সরকার
নদীয়া, পশ্চিমবঙ্গ, ভারত
ও আমার পারুল ভুবন
ও আমার জারুল পাখা!
ওড়ালুম বুকের ভিতর
বুনোহাঁস, শ্বেত পতাকা!!
ও আমার শালিক, তিতির;
ও আমার আকাশ সোনা !
আমি গান ছড়াই পাতায়,
তুমি কি তাও বোঝোনা??
ও আমার কাটুম কুটুম
ও আমার শেতল পাটি!
দ্যাখো নীল মোহর আলোয়
নাচে ফের রূপকথাটি!!
ও আমার আতাই পাতাই,
ও আমার আতর পাখি!
জুড়ে দাও তারার ভেলায়
বুনো হাঁস আর জোনাকি!!
ও আমার আলোর ঝালোর,
ও আমার পালক পাড়া!
দ্যাখো ওই পাহাড় চুড়োয়
উড়ে যায় ঝাউপাতারা — !!