মনির হোসেন, মালে, মালদ্বীপ প্রতিনিধি: পবিত্র মাহে রমজান এবং ঈদুল ফিতর উপলক্ষে মালদ্বীপে অবস্থিত এনবিএল মানি ট্রান্সফার (মালদ্বীপ) আগামী ২৫ মে থেকে ঈদ এর আগের দিন পর্যন্ত প্রবাসী বাংলাদেশিদের রেমিটেন্স দেশে প্রেরণে ছাড় প্রদান করা হবে। এনবিএল মানি ট্রান্সফার (মালদ্বীপ) শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।
এনবিএল মানি ট্রান্সফার (মালদ্বীপ) থেকে বাংলাদেশে এ অর্থ প্রেরণ করলে ৩০০ মার্কিন ডলার পর্যন্ত ব্যাংক রেট (১৫.৪২) এ মালদিভিয়ান রুপিয়া প্রদানের সুযোগ পাবেন। এছাড়াও অর্থ প্রেরণের খরচ এবং রেমিটেন্স ট্যাক্সও মালদিভিয়ান রুপিতে প্রদান করা যাবে বলে জানানো হয়েছে।